পুবের কলম, ওয়েবডেস্ক: বিকট শব্দে কেঁপে উঠল রাজধানী সংলগ্ন সিআরপিএফ স্কুল । জানা গেছে, রবিবার দিল্লির রোহিণী এলাকার সেক্টর ১৪-এর প্রশান্তবিহারে সিআরপিএফ স্কুলের সামনে হঠাৎ করেই বিস্ফোরণ হয় । হতাহতের কোনও খবর নেই। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম।
আরও পড়ুন:স্বাস্থ্য বিমায় এবার থেকে দিতে হবে না জিএসটি
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকাল ৭.৫০ নাগাদ জোরালো বিস্ফোরণ হয় স্কুল চত্বরে। আচমকা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। গিয়ে দেখে কালো ধোঁয়ায় ঢেকে গেছে সমগ্র এলাকা। স্কুলের দেওয়াল লাগোয়া কয়েকটি গাড়ি রাখা ছিল ৷ বিস্ফোরণের তীব্রতায় সেগুলির কাঁচ ভেঙে যায় ৷ এমনকি, স্কুল সংলগ্ন কয়েকটি দোকানের সাইনবোর্ডও ভেঙে পড়ে ৷ জারি তদন্ত। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অদূরে কোথাও সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাটি ঘটেছে। এছাড়া মাটির নীচের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে এদিন গুড়ো জাতীয় কিছু দ্রব্য পেয়েছে ফরেন্সিক টিম। জিনিসটি কী, সেটা পরীক্ষা করে দেখবে ফরেন্সিক বিশেষজ্ঞরা।
1 Comment
Pingback: ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন, এমবিসি টিভির কর্তাদের তলব সৌদির