রহমতুল্লাহ, সাগরদিঘী: বিরল রোগে আক্রান্ত মাতৃহারা এক অসহায় যুবতীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার নাজিদা খাতুন নামে ওই যুবতীর হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় বিধায়কের ব্যক্তিগত তহবিল থেকে।
জানা গিয়েছে, সাগরদিঘীর বণ্যেশ্বর অঞ্চলের বিপ্লোকালী গ্রামের নাজিদা খাতুন নামে ওই যুবতি জন্ম থেকে মুখের বিরল রোগে আক্রান্ত। মুখের সমস্যার কারণে বেশিরভাগ সময় বাইরে বেরতে পারেন না বের হলে মুখ ঢেকে বের হন তিনি। অনেক জায়গাই চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা গেলেও অর্থাভাবে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। অবশেষে বিষয়টি নজরে আসে সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের।
তারপরেই তিনি ওই অসহায় যুবতীর পাশে দাঁড়াতে তৎপর হন। শনিবার তার নিজস্ব বাসভবনে ডেকে পাঠান বিধায়ক বায়রন বিশ্বাস। সেখানেই নাজিদা খাতুন নামে ওই যুবতির হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, তার চিকিৎসায় যাবতীয় খরচ প্রদান করবেন বলেও জানিয়ে দেন বিধায়ক।
Read more: ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা, শেষ হবে কি গাজা যুদ্ধ?
পাশাপাশি আগামীদিনে ওই যুবতীর বিবাহ সহ যাবতীয় দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন বায়রন বিশ্বাস। এদিকে সাগরদিঘীর বিধায়কের এমন মানবিক উদ্যোগের প্রসংশায় পঞ্চমুখ সাধারণ মানুষ। তার এই বিপদের সময় পাশে দাঁড়ানোয় বিধায়ককে অশেষ ধন্যবাদ জানিয়েছেন বিরল রোগে আক্রান্ত নাজিদা খাতুন ও তার পরিবার।