পুবের কলম, ওয়েবডেস্ক: বছরের শুরুতেই সুখবর, ভারতীয় মহাকাশ গবেষণায় একটি নতুন দিগন্ত খুলল। সফল হয়েছে PSLV-C58/XPoSat-এর উৎক্ষেপণ। চেন্নাই থেকে প্রায় ১৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত মহাকাশ কেন্দ্র থেকে নতুন বছরের প্রথম দিনে সকাল ৯ বেজে ১০ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ব্ল্যাক হোলের মতো জ্যোতির্বিদ্যার সৃষ্টির রহস্য উদঘাটন করবে এই স্যাটেলাইট। অক্টোবরে গগনযান পরীক্ষামূলক যান ‘ডি1 মিশন’-এর সাফল্যের পর এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে। এই মিশনের আয়ুষ্কাল হবে প্রায় পাঁচ বছর।
PSLV-C58/XPoSat Mission:
The PS4 stage is successfully brought down to a 350 km orbit.
Here are the PSLV-C58 tracking images pic.twitter.com/KXDVA2UnpX
— ISRO (@isro) January 1, 2024
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C58) রকেটের ৬০ তম মিশন এটি। এই স্যাটেলাইট ১০টি অন্যান্য উপগ্রহের সঙ্গে মূল পেলোড ‘ExpoSat’ বহন করবে, যা নিম্ন পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। ইসরো জানিয়েছে, এটি মহাকাশ সংস্থার প্রথম পাঠানো বৈজ্ঞানিক উপগ্রহ যা মহাকাশ-ভিত্তিক মেরুকরণ পরিমাপে জ্যোতির্বিজ্ঞানের উৎস থেকে এক্স-রে নির্গমন অধ্যয়ন করে। এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট’ (XPoSAT) এক্স-রে উৎসের রহস্য উদঘাটনে এবং ‘ব্ল্যাক হোলের’ রহস্যময় জগত অধ্যয়ন করতে সাহায্য করবে।