অর্পিতা লাহিড়ী: প্রায় দু বছর পর চলতি মাসেই ২১ এবং ২২ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য সন্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বার্তা দিয়েছেন রাজ্যে বিনিয়োগের জন্য সার্বিক পরিকাঠামো মজুদ রয়েছে। “বাংলা মানেই ব্যবসা”, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দৃষ্টিকোণ থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সাউথপয়েন্ট স্কুলের ৪০০ জন প্রাক্তনী এই করোনা মহামারির আবহে তৈ্রি করে ফেলেছেন আস্ত একটা বিজনেস ফোরাম। পয়েন্টার্স বিজনেস ফোরাম (পিবিএফ) অফবিট-এর উদ্যোগে সাউথ পয়েন্ট স্কুলের ৪০০ প্রাক্তনী একত্রিত হয়েছেন। রবিবার এই ফোরামের প্রথম সন্মেলন হল কলকাতায়।
এইদিন ফোরামের প্রথম সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জর্জ টেলিগ্রাফ গ্রুপের পরিচালক অতীন দত্ত বলেন সমস্ত স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন আছে কিন্তু আমাদের পয়েন্টার বিজনেস ফোরাম, মহামারী চলাকালীন একে অপরকে সমর্থন করার জন্য এবং পাশে থাকার বার্তা দিতেই গঠন করা হয়েছে।এটি প্রাক্তন পয়েন্টারদের একত্রিতকরণ যাদের নিজস্ব ব্যবসা রয়েছে, অথবা যাঁরা স্বাধীন পেশাদার। প্রায় সব স্কুলেরই নিজস্ব প্রাক্তন ছাত্রদের সংগঠন আছে কিন্তু পয়েন্টার অফ বিজনেস ফোরাম ৪০০ এর বেশি সদস্য নিয়ে এই ধরনের প্রথম চেম্বার অফ কমার্স গঠন করে নতুন দিশা দেখালো।
তিনি আরও বলেন সর্বোপরি সাউথ পয়েন্টের মধ্যেও এই প্রথম, যে বিশ্বব্যাপী প্রাক্তন ছাত্রদের সংগঠন জাপান, গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বোপরি সমগ্র ভারত থেকে একটি ইভেন্টকে সফল করার জন্য হাত মিলিয়েছে। এটি অবশ্যই একটি সার্থক সূচনা।
ফোরামের সদস্যরা বলেন করোনা মহামারির তান্ডবে গোটা বিশ্বের আর্থ-সামাজিক পরিকাঠামো বদলে গিয়েছে। অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। তাই ঘুরে দাঁড়ানোর তাগিদ থেকেই এই ফোরামের জন্ম।
রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছেন, নতুন ব্যবসা এবং কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন তাতে পশ্চিমবঙ্গকেই তাঁদের সবচেয়ে নিরাপদ গন্তব্য মনে হয়েছে। ৪০০ সদস্য থেকে যাতে আগামীতে আরও বেশি জনের কর্মসংস্থানের সুযোগ হয় তার জন্য তারা সচেষ্ট হবেন ।