পুবের কলম, ওয়েবডেস্কঃ অভাবের তাড়নায় সদ্যোজাত সন্তানকে বিক্রি করার ঘটনা ঘটল বিকাশমান রাজ্য অসমে। দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ট, স্বামী-স্ত্রী বিক্রি করে ছিলেন তাদের ফুটফুটে সদ্যজাতকে। বিনিময়ে মিলল ৩০ হাজার টাকা। দারিদ্র্যে এতটাই নির্মম যে ঘটনার কথা বলতে গিয়ে একটিবারও গলা কাঁপল না নবজাতকের বাবা বুদ্ধিমান বরার। ভাবলেশহীন কণ্ঠে তিনি স্বীকার করেছেন, ঘরে তাঁর চার চারটে ছেলে-মেয়ে। ছ’জনের সংসারে কেউ দু’বেলা ভালো করে খেতে পারে না। এর মধ্যে এলো পঞ্চম সন্তান। তার খাবার জুটবে কী করে? তাই বিক্রি করে দিয়েছেন। ধেমজি জেলার নিলখ সুরপুর গ্রামের বুদ্ধিমান বরা ও তাঁর স্ত্রী সবিতা বরার বিরুদ্ধে নবজাতককে বিক্রি করার অভিযোগ এনে এফআইআর করেছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। সেই আবার চারজনের নামে অজাহার রুজু করা হয়েছে।
Read More: ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার, হিজাব পরিহিত মহিলাকে বিনামূল্যের খাবার দিল না বেসরকারি সংস্থা
কী করে সদ্যজাতকে বিক্রি করা হল? এ কথা জানতে গিয়ে বুদ্ধিমান বরা বলেন, ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছিল ২০ অক্টোবর। এর সাতদিন হাসপাতালে থাকতে হয়েছে তাঁর স্ত্রীকে। হাতে কানাকড়িও নেই। কী করবেন বুঝে উঠতে না পেরে শেষমেষ বাচ্চাটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। হাসপাতাল থেকে বেড়িয়ে মাঝ পথে বাচ্চাটিকে এক নিঃসন্তান মহিলার কাছে বিক্রি করে বাড়ি ফেরেন। যে মহিলা বাচ্চাটিকে কেনেন তার নাম বেবি পেগু সহরিয়া। এই বাচ্চা কেনার মধ্যস্থতা করেন আরও দু’জন। প্রত্যেকের নামে অভিযোগ দায়ের হয়েছে।