পুবের কলম,ওয়েব ডেস্কঃ ২০২৪ নোবেল শান্তি পুরস্কার জিতে নিল জাপানি সংস্থা নিহন হিডানকিও (Nihon Hidankyo)। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টায় সফল হওয়ার জন্য এই সাফল্য গেল তাদের ঝুলিতে। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু অস্ত্রের প্রকোপ থেকে যেসব মানুষ বেঁচে গিয়েছেন তাঁদের নিয়ে তৃণমূল স্তরে আন্দোলনে প্রসিদ্ধ এই সংগঠন। এই সংস্থার আরও একটি নাম হিবাকুশা। “পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে সাক্ষীর সাক্ষ্য প্রদর্শনের মাধ্যমে বোঝানো যে পারমাণবিক অস্ত্র আর কখনও ব্যবহার করা উচিত নয়”-সেই উদ্যোগ নেওয়ার জন্য খ্যাতি তাদের।
শুক্রবার নোবেল কমিটি ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে দুটি কারণে জাপানি এই সংস্থাকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রথমত, পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার প্রচেষ্টা এবং দ্বিতীয়ত, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা কেন উচিৎ নয় তা দৃষ্টান্ত তুলে ধরে সচেতনতার বার্তা দেওয়ার জন্য। গত বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি।