পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এবারে অন্যতম লক্ষ্য ছিল আদানি গোষ্ঠীর বিনিয়োগ। সেই প্রত্যাশামতোই, ভারতের অন্যতম শিল্পপতি, আদানির গোষ্ঠীর কর্ণধার গৌতম শান্তিলাল আদানি রাজ্যে বিনিয়োগে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা জানালেন। এতে প্রায় ২৫ হাজার কর্ম সংস্থানের সম্ভাবনা কথাও জানালেন তিনি।
রাজ্যে ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এবারে অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গৌতম শান্তিলাল আদানি। মঞ্চে উঠেই তিনি জানান, তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এদিন আদানি বলেন, বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী৷ আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। বাংলা যা ভাবে, গোটা দেশ তা কাল ভাবে। ১০০ বছর আগে গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন।
আদানি এদিন বাংলার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলার মতো এত স্বাধীনতা সংগ্রামী আর অন্য কোনও রাজ্যে ছিল না। বাংলার মহিলা ক্ষমতায়নে এগিয়ে। কন্যাশ্রী বিশ্ব দরবারে প্রশংসিত। তাই ইউনাইটেড নেশনস থেকে পুরষ্কার পেয়েছে৷ সবুজ সাথী ও উৎকর্ষ বাংলায় মানুষ উপকৃত। আপনার পপুলারিটি, ক্যারিশ্মা অবিস্মরণীয়। আমাদের ফোকাস অনেক বড়৷ পরিকাঠামো নিয়ে আমরা আগেই কমিট করেছি।
আদানি রাজ্যে বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। ২৫ হাজার কর্ম সংস্থানের সম্ভাবনা। ডেটা সেন্টার, ওয়ের হাউস তৈরিতে বিনিয়োগ। আন্ডার সি কেবলে বিনিয়োগ হবে। সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক ও ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে।
আদানির বলেন, আমরা বাংলা তে আমাদের সেরা টিম আনব। আদানি গ্রুপ খুব খুশি এখানে আসার জন্য।
সামাজিক স্কিম কন্যাশ্রী প্রকল্প পুরস্কার পেয়েছে, উৎকর্ষ বাংলা, সবুজ সাথী প্রকল্প স্বীকৃতি পেয়েছে। আমাদের সব অভিজ্ঞতা বাংলাকে দেব। আমরা টেকনোলজি দেব বাংলাতে। বাংলার আশা আমরা পূরণ করব।
উল্লেখ্য, দু’বছর শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিন শিল্পপতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গৌতম আদানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কার মতো মুখ। এদিন সম্মেলন শুরুর আগেই আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের সম্মেলনে বক্তব্য রাখতে উঠে রাজ্যের বিপুল প্রশংসা করেন আদানি।