Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

একনজরে উচ্চমাধ্যমিক-কৃতীদের তালিকা

Puber Kalom

Puber Kalom

Published: 07 June, 2024, 02:00 PM
একনজরে উচ্চমাধ্যমিক-কৃতীদের তালিকা

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর পাশের হার ৯০ শতাংশ। বুধবার দুপুর ১ টা নাগাদ সংসদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করল। এবছর পরীক্ষায় নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। ছাত্রীর সংখ্যা বেশি।
১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। দুপুর তিনটে থেকে ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা। আজ ফল প্রকাশিত হলেও, ১০ মে শুক্রবার হাতে মার্কশিট পাবে ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস। আলিপুরদুয়ারের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬।

 

দ্বিতীয় সাম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৪৯৫।

 তৃতীয় হয়েছেন-  অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদা)  প্রাপ্ত নম্বর ৪৯৪।

 

 চতুর্থ (মেয়েদের মধ্যে প্রথম) – প্রতীচি রায় তালুকদার। সুনীতি অ্যাকাডেমি (কোচবিহার)  প্রাপ্ত নম্বর ৪৯৩

 

পঞ্চম স্থানে রয়েছে ৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। কাঁথি হাইস্কুলের সায়ন্তন মাইতি। বাঁকুড়ার সুস্বতি কুণ্ডু, মালদহের সুপ্তথিতা সরকার, কলকাতার সৌনক কর, শান্তিনিকেতনে সানন্দা রায়। রয়েছে অঙ্কিত পাল, অর্নব কর।

 

ষষ্ঠ স্থান- প্রাপ্ত নম্বর ৪৯১। হুগলির মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত। নরেন্দ্রপুরের নিলয় চট্টোপাধ্যায়,  কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনুশ্রী চন্দ, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য। আফরিন মণ্ডল-মেমারি ভি এম ইন্সটিটিউশন-পূর্ব বর্ধমান। সৌম্যজিৎ নন্দী-রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। অনিমেষ লায়েক-ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুল-বাঁকুড়া।

 

 

সপ্তম স্থান-মুহাম্মদ সাহিদ-প্রাপ্ত নম্বর-৪৯০ (আরামবাগ হাই স্কুল)-হুগলি

অষ্টম স্থান-অর্ঘ্যদীপ দত্ত- প্রাপ্ত নম্বর-৪৮৯ (হিন্দু স্কুল) (বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট), অসিত কুমার মুখার্জি-মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-হুগলি, সৌম্যশুভ্র কর্মকার-আরামবাগ হাই স্কুল-(হুগলি)

 

নবম স্থান-বিতান আহমেদ-প্রাপ্ত নম্বর-৪৮৮-সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির-(দঃ ২৪ পরগনা/সরিষা), উজান চক্রবর্তী-পাঠভবন-(কলকাতা)

 

দশম স্থান- সৃঞ্জনী ঘোষ- প্রাপ্ত নম্বর (৪৮৭) কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির-(হুগলি),  বৃষ্টি দত্ত- বেরহামপুর হাই স্কুল-(হুগলি), সোহম মুখার্জি-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (দঃ ২৪ পরগনা), অনীশ গড়াই-হলদিয়া গর্ভ স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন(পূর্ব মেদিনীপুর), শুভজিৎ ঘোষ-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দঃ২৪ পরগনা), তৌফিক মাহমুদ-রহিমপুর নবগ্রাম হাই স্কুল-(হুগলি)।

 

Leave a comment