Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

প্রকাশিত সিবিএসই পরীক্ষার রেজাল্ট, পাশের হার ৮৭.৯৮ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

Puber Kalom

Puber Kalom

Published: 05 June, 2024, 04:19 PM
প্রকাশিত সিবিএসই পরীক্ষার রেজাল্ট, পাশের হার ৮৭.৯৮ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হল সিবিএসই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার ৮৭.৯৮ শতাংশ। অর্থাৎ গতবারের থেকে সামান্য বেড়েছে পাশের হার। ২০২৩ সালে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৮৭.৩৩ শতাংশ। ২০২৪ সিবিএসই পরীক্ষায় ৯১.৫২ শতাংশ ছাত্রী পাশ করেছেন। গতবারের থেকে পাশের হার বেড়েছে ০.৬৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৫.১২ শতাংশ। ট্রান্সজেন্ডারদের পাশের হার ৫০ শতাংশ। ২০২৩ সালে ছাত্রীদের পাশের হার ছিল ৯০.৬৮ শতাংশ। ৮৪.৬৭ শতাংশ ছাত্রী পাশ করেছিলেন। ট্রান্সজেন্ডারদের পাশের হার ছিল ৬০ শতাংশ। সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির জন্য ২০২৪ সালে মোট ১৬,৩৩,৭৩০ জন নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দেন ১৬,২১,২২৪ জন। মোট ১৪,২৬,৪২০ জন পাশ করেছেন।

 

পরীক্ষার্থীরা cbseresults.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। তাছাড়া digilocker.gov.in, results.gov.in-র মতো ওয়েবসাইট থেকেও সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে।

পাশের নিরিখে এগিয়ে শীর্ষে দক্ষিণ ভারত। কেরলের ত্রিবান্দ্রম (৯৯.৯১ শতাংশ), যথাক্রমে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া (৯৯.০৪ শতাংশ), তামিলনাড়ুর চেন্নাই (৯৮.৪৭ শতাংশ) এবং কর্ণাটকের বেঙ্গালুরু (৯৬.৯৫ শতাংশ)। অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে পাঁচে আছে পশ্চিম দিল্লি (৯৫.৬৪ শতাংশ)। ছয়ে আছে পূর্ব দিল্লি (৯৪.৫১ শতাংশ)। তারপর আছে যথাক্রমে চণ্ডীগড় (৯১.০৯ শতাংশ), পঞ্চকুলা (৯০.২৬ শতাংশ), পুণে (৮৯.৭৮ শতাংশ), আজমীর (৮৯.৫৩ শতাংশ), দেরাদুন (৮৩.৮২ শতাংশ), পটনা (৮৩.৫৯ শতাংশ), ভুবনেশ্বর (৮৩.৩৪ শতাংশ), ভোপাল (৮২.৪৬ শতাংশ), গুয়াহাটি (৮২.০৫ শতাংশ), নয়ডা (৮০.২৭ শতাংশ) এবং প্রয়াগরাজ (৭৮.২৫ শতাংশ)

Leave a comment