Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের বহুমুখী কর্মসূচি

ইমামা খাতুন

Published: 04 July, 2024, 02:56 PM
অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের বহুমুখী কর্মসূচি
ছোট নবাব সৈয়দ নবাব আলি মির্জা,আহমদ হাসান ইমরান, আবদুল আবদূর রাজ্জাক প্রমুখ। বক্তব্য রাখছেন মাওলানা নাজমুল হক।

 

মুহাম্মদ ইমরান আলি, লালবাগ: অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের লালবাগ মহকুমা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা-সহ একটিবহুমুখী  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের পরিচালনায় এ দিনের লালবাগ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। অন্যান্য  বিশিষ্টদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদ পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার, লালবাগ থানার আইসি সনৎ দাস, মাওলানা নাজমুল হক, সাংবাদিক মুহাম্মদ মুস্তাক আলি, প্রাক্তন বিধায়ক শাওনী সিংহ রায় প্রমুখ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন মাওলানা আবদুর রাজ্জাক। তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং শিক্ষা-স্বাস্থ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরিবেশ দূষণের হাত থেকে গাছ জীবজগৎকে কীভাবে রক্ষা করে এবং সবুজায়নের প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ মুস্তাক আলি। খুবই সুন্দর এবং মার্জিত বক্তব্য রাখেন মাওলানা নাজমুল হক। তিনি  মুর্শিদাবাদের অর্থনৈতিক উন্নয়নের উন্নত এবং নৈতিক শিক্ষার উপরে আলোকপাত করেন। একইসঙ্গে এই মুর্শিদাবাদে সরকারি স্কুল-কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও তিনি বিশদে আলোচনা করেন। বক্তব্য  রাখেন পুবের কলমের সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান। তিনি বৃক্ষরোপণ এবং পরিবেশ সংক্রান্ত বক্তব্য রাখতে গিয়ে নবী হযরত মুহাম্মদ সা.-র নির্দেশাবলী তুলে ধরেন। আহমদ হাসান এ দিন এই সভামঞ্চে তাঁর বক্তব্য রাখতে গিয়ে নবাব আলিবর্দী, নবাব মুর্শিদ কুলি খাঁ থেকে নবাব সিরাজ-উদ-দৌলাকে নিয়ে আলোকপাত করেন। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের মতে, মুর্শিদাবাদের ঐতিহ্য রয়েছে। আর্থিক দৈনতা কাটিয়ে এই জেলা এখন আস্তে আস্তে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আহমদ হাসান বৃক্ষরোপণ এবং শিক্ষার অগ্রগতির জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ দিন বেশকিছু গাছের চারাও উপস্থিতদের মধ্যে বিলি করা হয়। প্রচুর ইমাম এ দিন সভায় উপস্থিত ছিলেন। 

Leave a comment