Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

নবাব সিরাজ-উদ- দৌলার প্রয়াণ দিবস'কে 'শহিদ দিবস' হিসেবে পালনের দাবি বিশ্বকোষ পরিষদের

ইমামা খাতুন

Published: 03 July, 2024, 02:58 PM
নবাব সিরাজ-উদ- দৌলার প্রয়াণ দিবস'কে 'শহিদ দিবস' হিসেবে পালনের দাবি বিশ্বকোষ পরিষদের

পুবের কলম,ওয়েবডেস্ক: বুধবার  মুর্শিদাবাদের খোশবাগে কবিতায়, গানে, আলোচনার মধ্য দিয়ে পালিত হল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ- দৌলার প্রয়াণ দিবস। বুধবার, ৩ জুলাই ছিল নবাব সিরাজ-উদ- দৌলার ২৬৮ তম মৃত্যুদিন। সেই উপলক্ষে এ দিন সকাল ১১ টা নাগাদ ‘বিশ্বকোষ পরিষদ’-এর পক্ষ থেকে নবাবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকোষ পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকে।       

বেশ কয়েক বছর যাবৎ সিরাজের মৃত্যুদিনকে শহিদ দিবস হিসেবে পালন করে আসছে বিশ্বকোষ পরিষদ। এদিন শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দাবি তোলা হয় সিরাজের সঠিক মূল্যায়ন ও তাঁর যোগ্য মর্যাদা দেওয়া হোক। তবে বিশ্বকোষ পরিষদ নবাব সিরাজ-উদ-দৌলার প্রয়াণের এই দিনটিকে তাঁর মৃত্যুদিন কিংবা প্রয়াণ দিবস বলতে নারাজ। বরং সিরাজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহিদ বলে দাবি করেন তাঁরা। তাই ৩ জুলাই সিরাজ-উদ-দৌলার প্রয়াণ দিবস'কে  রাজ্যে শহিদ দিবস পালনের দাবি জানায় তারা।  

Leave a comment