Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

ইমাম মুয়াজ্জিন সংগঠনের উদ্যোগে সম্প্রীতি ও সংবর্ধনা সভা, আধুনিক শিক্ষার গুরুত্বে জোর

Kibria Ansary

Published: 04 July, 2024, 07:40 PM
ইমাম মুয়াজ্জিন সংগঠনের উদ্যোগে সম্প্রীতি ও সংবর্ধনা সভা, আধুনিক শিক্ষার গুরুত্বে জোর

পুবের কলম প্রতিবেদক: অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিট্যাবল ট্রাস্ট কোচবিহার জেলা কমিটির উদ্যোগে কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সম্প্রীতি ও সংবর্ধনা সভা। ভিড়ে ঠাসা সভায় সংবর্ধনা দেওয়া হয় কোচবিহার লোকসভার নব নির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়াকে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রাক্তন পুলিশ অফিসার হুমায়ুন কবীর ও মুহাম্মদ কামরুজ্জামান। বাল্যবিবাহ বন্ধ করা, ইমাম মুয়াজ্জিন সাহেবদের ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, মদ, জুয়া, সুদমুক্ত সমাজ গড়া, সরকারের কল্যাণকর প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরার কথা বলেছেন উপস্থিত বক্তারা। ইমাম ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির দাবিও তোলা হয় সভা থেকে। দরিদ্র ইমাম পুরোহিতদের জন্য ঘরের আবেদনও করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি নুরুল আমিন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহসীন, সাম্পাদক আব্দুল জলিল।

Leave a comment