Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

গনপিটুনিতে ক্ষতিগ্রস্থদের পরিবারকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের

আবুল খায়ের

Published: 02 July, 2024, 05:56 PM
গনপিটুনিতে ক্ষতিগ্রস্থদের পরিবারকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জেলায় গণপিটুনির ঘটনা ঘটেছে। শুধুমাত্র সন্দেহের বলি হয়ে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন মানুষ। এবার ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। নিহতদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা।

সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। সেই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে।  ঘটনাগুলি দুঃখজনক। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি, অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিতে নিকটাত্মীয়কে একটি করে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

মনোজ ভর্মা জানান, সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার সহ সব পুলিশ ইউনিটকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ আইন ভাঙার চেষ্টা করে, তবে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। ২০১৯-এর এই সংক্রান্ত (গণপিটুনি) নির্দেশিকা ফের পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নজরদারি বাড়াতে বলা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। যাতে পুলিশের কাছে তৎক্ষণাৎ খবর আসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

রাজ্য ঠিক কতগুলি গনপিটুনির ঘটনা ঘটেছে এবং কতগুলি মামলা দায়ের তার পরিসংখ্যান সামনে আনতে চান নি এডিজি (আইনশৃঙ্খলা)।    

 

 

 

Leave a comment