Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

'কালা দিবস' পালনের জন্য কোনও আইনজীবীকে বাধ্য করা যাবে না, বার কাউন্সিলকে সতর্ক করল হাইকোর্ট

আবুল খায়ের

Published: 29 June, 2024, 06:25 PM
'কালা দিবস' পালনের জন্য কোনও আইনজীবীকে বাধ্য করা যাবে না, বার কাউন্সিলকে সতর্ক করল হাইকোর্ট

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আইনজীবীদের কাজ বন্ধ করা বা ধর্মঘটে অংশ নেওয়ার জন্য বাধ্য করা যাবে না-নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। পার্লামেন্ট পাশ হওয়া নয়া তিন ফৌজদারি আইন আগামী ১ জুলাই কার্যকরী হতে চলেছে। এই তিন আইন চালুর প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল ১ জুলাই 'কাল দিবস' পালনের আহ্বান জানিয়েছে। সেই প্রসঙ্গেই শুক্রবার এক মামলায় বিচারপতি শম্পা সরকার তাঁর পর্যবেক্ষনে জানিয়েছেন, ১ জুলাই কালা দিবস হিসাবের পালনের প্রস্তাবকে কেবল একটি অনুরোধ হিসাবে বিবেচনা করা যেতে পারে আদেশ নয়।

প্রসঙ্গত, পূর্বতন তিন ফৌজদারি আইন ভারতীয় দন্ডবিধি( আইপিসি), ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় প্রমাণ আইন পরিবর্তন করে নয়া তিন ফৌজদারি বিধি ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকরী হতে চলেছে আগামী ১ জুলাই থেকে। এই আইন পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে ২৬ জুন পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল একটি প্রস্তাব পাশ করে এবং নতুন তিন ফৌজদারি আইনকে গণ বিরোধী, অগণতান্ত্রিক এবং সাধারন মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে বলে ঘোষণা করে। পাশাপাশি এই দিনটিকে কালা দিবস পালনের জন্য ঘোষণা করে। বার কাউন্সিলের এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। এই মামলায় বার কাউন্সিলকে তিন সপ্তাহের মধ্যে আবেদনের জবাব দিতে নির্দেশ দিয়েছে। তবে এরই মধ্যে বার কাউন্সিলের রেজুলেশনের ভিত্তিতে কোনও আইনজীবীকে কাজে বাধা দেওয়ার বিষয়ে সতর্ক করে হাইকোর্ট।      

Leave a comment