Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

প্রাপ্তবয়স্ক সহ শিশুদের ইন্টারনেট ব্যবহারে সতর্ক করতে সচেতনতার অনুষ্ঠান ইউনিসেফের

Bipasha Chakraborty

Published: 29 June, 2024, 04:40 PM
প্রাপ্তবয়স্ক সহ শিশুদের ইন্টারনেট ব্যবহারে সতর্ক করতে সচেতনতার অনুষ্ঠান ইউনিসেফের

 

পুবের কলম প্রতিবেদক: করোনা প্রকোপের সময় থেকেই সমাজের বহু পরিবর্তন হয়। সেইসময় সব থেকে বেশি বেড়েছে সামাজিক মাধ্যম ব্যবহার। শুরু হয় অনলাইন ক্লাস। ফলে সোশ্যাল মাধ্যমে বেশ পারদর্শী হতে শুরু করে শিশুরা। এই দক্ষতা অনেক সময় বিপদ ডেকে আনছে। রাষ্ট্রীয় শিশু দিবস পালনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া সম্পর্কে শিশুদের সচেতন করতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় দার্জিলিংয়ে। ইউনিসেফের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন (ডব্লিউবিসিপিসিআর) অনুষ্ঠানে অংশ নেয়। 
ডব্লিউবিসিপিসিআর-এর চেয়ারপারসন তুলিকা দাস বলেন, ইন্টারনেটে শিশুদের ছবি দেওয়া নিয়ে অনেক সতর্ক থাকা উচিত। শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যাপকভাবে শেয়ার করার ফলে শিশু পাচার, বাল্য বিবাহ, শিশু নির্যাতনের অনেক ঘটনা ঘটছে। পাচারকারী এবং অন্যান্য অসাধু ব্যক্তিরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাল পরিচয় ব্যবহার করে শিশুদের প্রলুব্ধ করে তাদের ফাঁদে ফেলছে। এই বিষয়ে সচেতন থাকতে হবে। তুলিকা বলেন, আমরা ডিজিটাল সাক্ষরতা স্কুলের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সুপারিশ করব, সেইসঙ্গে যখন পড়াশোনা বা অনলাইন গেমের জন্য ইন্টারনেটে বন্ধুত্ব হচ্ছে,তখন সুরক্ষার জন্য একটি শিশু-বান্ধব উপায় শেখানো হবে।

সচেতনতার প্রচারে কমিশন দার্জিলিংয়ের গোর্খা রঙ্গমঞ্চ ভবনে 'অনলাইনে নিরাপদে থাকুন' থিমের অনুষ্ঠানে পাচারবিরোধী পোস্টার, অডিও বার্তা সহ মিউজিক ভিডিও প্রকাশ করেছে। এই সচেতনতা প্রচার অনুষ্ঠানে অংশ নেয় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ মুর্শিদাবাদের শিশুরা। শিশু বান্ধব কাজ করার জন্য পাঁচজন পুলিশ কর্মী সহ দুটি শিশু যত্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। 
দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ঠিকানা, ব্যক্তিগত ফোন নম্বর, অবস্থান, স্কুলের নাম কখনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট বা শেয়ার করা উচিত নয়। অপরিচিত ব্যক্তিকে বন্ধুত্বের তালিকায় না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 
পশ্চিমবঙ্গে ইউনিসেফের প্রধান প্রভাত কুমারও ইন্টারনেটে কাজ করার সময় শিশু এবং প্রাপ্তবয়স্কদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইন্টারনেটে কোনও ছবি ব্যবহার করার আগে অবশ্যই ভাবতে হবে। সাইবার বুলিংয়ের শিকার হলে, পরিবার পরিজন সহ পুলিশকে জানাতে হবে।  ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 


 

Leave a comment