Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ছেলেধরা সন্দেহে গণপিটুনির আবহে সচেতনতার প্রমাণ দিল দেগঙ্গা, ২ সন্দেহভাজনকে তুলে দিল পুলিশের হাতে

ইমামা খাতুন

Published: 25 June, 2024, 06:54 PM
ছেলেধরা সন্দেহে গণপিটুনির আবহে সচেতনতার প্রমাণ দিল দেগঙ্গা, ২ সন্দেহভাজনকে তুলে দিল পুলিশের হাতে

 

 

 

 

 

 

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: রাজ্যে ছলেধরা সন্দেহে গণপিটুনি সংক্রামাত্মক আকার ধারণ করেছে। ছেলেধরা সন্দেহে গুজব ঠেকাতে, সাধারণ'কে সচেতন করতে লাগাতার প্রচার চালাচ্ছে  পুলিশ । তারপরেও কাজের কাজ হচ্ছে না।  জারি রয়েছে গণপ্রহারের ঘটনা। ছেলেধরা সন্দেহে ফের  এক যুবককে মারধরের ঘটনা প্রকাশ্যে  এসেছে।  সোমবার সকালে গোপালনগর থানার মামুদপুর চারাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও পুলিশের দাবি, ওই যুবককে মারধর করা হয়নি। তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। পুলিশ খবর পেয়ে উদ্ধার করেছে।

 

 ঠিক একই ঘটনার ভিন্ন চিত্র দেখা যায় দেগঙ্গায়। সেখানে ছেলেধরা সন্দেহে দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।  প্রথম রবিবার সেখানের বেড়াচাঁপা মুদিপাড়ায় ছেলেধরার সন্দেহে এক মহিলাকে আটকে রেখে থানায় খবর দিয়েছিলেন গ্রামবাসীরা। পরেরদিন সোমবারও একইভাবে আরও দুই মহিলাকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। 

 

 

 

 


জানা গেছে, এদিন বেলার দিকে দেগঙ্গার ওধনপুর গ্রামে কোলে শিশুসন্তান নিয়ে দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তখন তাদের আটকে রেখে দেগঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক হওয়া দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

 

Leave a comment