Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

উন্নত হজ্ব পরিষেবার বিষয়ে রবীন্দ্রতীর্থে সেমিনার নীলনদের

Kibria Ansary

Published: 28 June, 2024, 07:46 PM
উন্নত হজ্ব পরিষেবার বিষয়ে রবীন্দ্রতীর্থে সেমিনার নীলনদের

ইনামুল হক: নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পক্ষ থেকে বিশ্ব বাংলা রবীন্দ্র তীর্থ কমিউনিটি হলে সংস্থার সিলভার এবং গোল্ডেন মেম্বারদের নিয়ে পালিত হল হজ্ব পরিষেবার উপর গুরুত্বপূর্ণ সেমিনার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০০র অধিক সিলভার মেম্বার উপস্থিত ছিলেন। হজ যাত্রীদের খেদমত হজ যাত্রীদের  ভিসা, টিকিটের ব্যবস্থা করে থাকেন এই সমস্ত মেম্বাররা। নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলের কর্ণধার ও ডিরেক্টর মাহাবুরমন্ডল সাহেব জানান, সকলকে একত্রিত করে তাদের কীভাবে পরিষেবা দেওয়া যায় তার পরিকল্পনা এবং কীভাবে কাজ করবে তা বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে শেখানো হয়। যে ভুলত্রুটি গুলো হয় সেগুলো রিকভারি করে আগামী দিনে আরো উন্নত হজ্ব পরিষেবা কীভাবে দেওয়া যায়, এইসব বিষয় নিয়ে  আলাপ-আলোচনা হয়। মানুষ যাতে সঠিক পরিষেবা পায় সেটাই মূলত  টার্গেট। কোনরকম খিলাফি বা অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষকে যেন না ঠকায়, সেই দিকটা খুব গুরুত্ব দিয়ে আলোক পাত করা হয়। এই নীলনদ ট্রাভেলস পথচলা শুরু প্রায় এক বছর আগে। এখন পর্যন্ত কমবেশি প্রায় ৭০০ র অধিক হজযাত্রীকে আমাদের পরিষেবা দেওয়া হয়েছে। আমরা  সততার সঙ্গে মাথা উঁচু করে পারফেক্ট পরিষেবা দিতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য।

রাজ্য - এর থেকে আরোও খবর

Neelan's seminar Rabindratirtha on improved Hajj services

Leave a comment