Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

জমিয়তে উলামায়ে বাংলার কর্মী সম্মেলন ও দোয়ার মজলিস

Kibria Ansary

Published: 23 June, 2024, 07:07 PM
জমিয়তে উলামায়ে বাংলার কর্মী সম্মেলন ও দোয়ার মজলিস

পুবের কলম প্রতিবেদক, বারাসত: জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ এর উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, আমডাঙ্গা, অশোকনগর, হাবরা ও দেগঙ্গা থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার কৃষ্ণনগর রোডের আলগড়িয়া গ্রামের আলহাজ বক্কার আলী সাহেবের বাড়ির সামনে। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত থানা কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন বহু কর্মী এবং ওলামা হযরতগণ। বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সফিকুল ইসলাম, আমডাঙ্গা থানা কমিটির সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ, মোহাম্মদ আবুজার, আলহাজ্ব আব্দুল হামিদ, অশোকনগর থানা সভাপতি আলহাজ্ মাওলানা মোশারফ হোসেন, সম্পাদক মাস্টার ইসরাইল মল্লিক, দত্তপুকুর থানার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, হাজী বাক্কার আলী, সম্পাদক মাওলানা আজগার আলী, অশোকনগর থানার মাওলানা মোশারফ হোসেন, অশোকনগর থানার আলহাজ মেকাইল সাহেব, দত্তপুকুর থানার মোঃ হাবিব সাহেব, আবুল কাশেম সাহেব, আমডাঙ্গা থানার মাওলানা মাহবুবুর রহমান, দেগঙ্গা থানার মুখ্য সংগঠক মোহাম্মদ মোজাফফর হক, হাবরা থানার মুখ্য প্রচারক মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ প্রমুখ। সংগঠনের তরফে জানানো হয়, সদ্য হজ সম্পন্নকারী ফিরে আসা হাজীদের বৃহৎ সংবর্ধনা  উপলক্ষে ফুরফুরা দরবার শরীফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করতে জমিয়াতে ওলামায়ে বাংলার উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর, আমডাঙ্গা, অশোকনগর, হাবরা ও দেগঙ্গা থানার  কর্মীদের নিয়ে এই সম্মেলন। জেলা সম্পাদক সফিকুল ইসলাম বলেন, শতাব্দী প্রাচীন এই সংগঠনের কর্মীরা দাদা হুজুর রহ. এর সিলসিলাকে অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করে চলেছে। কর্মীদের উৎসাহিত ও উজ্জীবিত করতে প্রতিটি থানা স্তরে এই ধরনের কর্মী সম্মেলন করা হয়ে থাকে। এছাড়াও এদিন বিশ্ব মানব কল্যাণ ও শান্তির জন্য বিশেষ দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। দোয়া করেন আলহাজ্ব সফিকুল ইসলাম সাহেব।

রাজ্য - এর থেকে আরোও খবর

Jamiat Ulamae Bengal Worker Conference and Doar Majlis

Leave a comment