Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

মদ খেয়ে হুল্লোড় ওড়িশার বিজেপির শিক্ষা মন্ত্রীর, সরব কংগ্রেস

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 04:25 PM
মদ খেয়ে হুল্লোড় ওড়িশার বিজেপির শিক্ষা মন্ত্রীর, সরব কংগ্রেস

  

 

 

গলা পর্যন্ত মদ খেয়ে  বন্ধুদের সঙ্গে হুল্লোড় যুবকের ।  ইনি আর কেউ নন, ওড়িশার নব নির্বাচিত বিজেপি সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ক্লিপ। 

যাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। এই ক্লিপকে কেন্দ্র করে সরব হয়েছেকংগ্রেস। নয়া মন্ত্রীর এমন কাণ্ডে মুখ পুড়েছে ওড়িশা বিজেপির।

 

গত ১২ জুন ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহনচরণ সিং। এর পর রবিবারই দফতর ভাগ করে দেন  মুখ্যমন্ত্রী। যেখানে সূর্যবংশীকে উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরই প্রকাশ্যে আসে ওই ক্লিপ। শুধু তাই নয়, এই ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা, কেউ সূর্যবংশীকে মন্ত্রীপদ থেকে সরানোর দাবি তুলেছেন, একাংশ দাঁড়িয়েছেন নয়া মন্ত্রীর পাশেই।

 

এক্স হ্যান্ডেলে এই ভিডিও তুলে ধরে সরব হয়েছেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাতে। তিনি লেখেন, 'এই হলেন সূর্যবংশী সুরজ। ইনি ওড়িশার একজন মন্ত্রী। উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি ওড়িশা মন্ত্রিসভায় এতগুলি দপ্তরের দায়িত্বে রয়েছেন তিনি।' তাঁর এই পোস্টের নিচে প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। সেখানে পারুল সিং নামে এক ব্যক্তি লিখেছেন, 'এই ধরনের মানুষ শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যই নন। ওড়িশা সরকারের উচিৎ এনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া।

  

Leave a comment