Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

যেমন কথা তেমনি কাজ, বৃদ্ধি পেল সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক

আবুল খায়ের

Published: 24 June, 2024, 09:50 PM
যেমন কথা তেমনি কাজ, বৃদ্ধি পেল সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক

পুবের কলম, ওয়েব ডেস্কঃ যেমন কথা তেমনি কাজ। চলতি বছরের বাজেট অধিবেশনে রাজ্য সরকার ঘোষণা করেছিল। সেই অনুযায়ী বাড়তে চলছে সিভিক ভলেন্টিয়ারদের(ভিলেজ) পারিশ্রমিক। সোমবার নবান্নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বৃদ্ধির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে দৈনিক হিসাবে ৩৪ টাকা করে বৃদ্ধি পাচ্ছে মজুরি। সেই হিসাবে মাসিক পারিশ্রমিকে বৃদ্ধি পাচ্ছে ১ হাজার টাকা।

বর্তমানে দিন পিছু ৩৪৪ টাকা মজুরি পান ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা। এরপর থেকে সেই পরিমাণ দাঁড়াবে ৩৭৮ টাকা। এবারের বাজেটে রাজ্যে দেড় লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই খাতে ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

এবারের বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের অবসরকালীন সুবিধাও বাড়ানো হয়েছে। অবসরকালীন সুবিধা হিসেবে তাঁরা ২-৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তাঁরা ৫ লাখ টাকা পাবেন বলেও ঘোষণা করা হয়। এই খাতে রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যবহার করতে চলেছে। শুধু তাই নয় ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে লাগু হওয়া নিয়মে ২ হাজার টাকা করে বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা। এই বছর পুজোতে তাও বৃদ্ধি করা হয়। চলতি বছরের শারদ উৎসবে তারা ৫ হাজার ৩০০ টাকা বোনাস হিসাবে পান।

প্রসঙ্গত, মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা এই ভিলেজ পুলিশ পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হয় ২০ থেকে ৩০ বছরের মধ্যে। জেলা পুলিশই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাধারণত গ্রাম পঞ্চায়েত এলাকার খবরাখবর রাখার কাজ করতে হয় ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের। মূল্যবৃদ্ধির বাজারে রাজ্যসরকারের এই সিদ্ধান্তে কিছুটা হলেও সুরাহা হবে দৈনিক মজুরিতে কর্মরত ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের, বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a comment