Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

সাহেবখালি স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে সুন্দরবনে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:22 PM

ইনামুল হক, বসিরহাট: প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সাহেবখালি নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তনীরা মিলে গঠন করেছে একটি স্বেচ্ছাসেবী ট্রাস্ট।সুন্দরবন অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতার কথা ভেবে এই ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা রবিবার। দুলদুলি পুকুরিয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবিরে দাঁত, চোখ, মেডিসিন, শিশু এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রায় তিন‌ শতাধিক রোগীর চিকিৎসা করেন। এলাকার মানুষরা এই ধরনের উদ্যোগ যাতে আরো বেশি বেশি করে হয় তার জন্য অনুরোধ করেন। ট্রাস্টের পক্ষ থেকে বলা হয় শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, শিক্ষা এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও আগামী দিনে তাঁরা মাটির কাছাকাছি হৃদয়ের টানে চলে আসার জন্য প্রস্তুত। এই শিবিরে উপস্থিত ছিলেন এখানকার প্রাক্তনীরা। ডা. অমল বিকাশ মণ্ডল, ডা. স্বপন মন্ডল, প্রফেসর ডা. নিশীথরঞ্জন মল্লিক, ডাক্তার অনিরুদ্ধ মন্ডল, ডা. শুভব্রত ভোজ, ডা. সুবর্ণা মন্ডল, ডা. অর্পণ শতপতি এবং ডা. নিমাই মিস্ত্রি এদের অনেকেইএই স্কুল থেকে পড়াশোনা করে ‌পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানান জায়গায় সাফল্যের সঙ্গে বিচরণ করছেন। এই শিবিরে মহিলাদের এবং বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আড়ম্বরহীন কিন্তু আন্তরিকতায় পূর্ণ এই উদ্যোগকে অভিবাদন জানান এলাকাবাসী।

  

Leave a comment