Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

ভারতে ফিরে এল বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত বাংলার শিশু, সতর্ক করল 'হু'

News Desk

Published: 12 June, 2024, 05:35 PM
ভারতে ফিরে এল বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত বাংলার শিশু, সতর্ক করল 'হু'


পুবের কলম প্রতিবেদক:  পাঁচ বছর পর ভারতে ফিরে এল বার্ড ফ্লু আতঙ্ক। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। এক শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত বার্ড ফ্লু-তে আক্রান্ত শিশু অস্ট্রেলিয়ার বাসিন্দা। কলকাতায় এসে তার শরীরে এইচ৯এন২ ভাইরাস বাসা বেঁধেছিল। অস্ট্রেলিয়া পৌঁছনোর পর তার জ্বরের উপসর্গ দেখা যায়। পরীক্ষার পর 'বার্ড ফ্লু' ভাইরাস ধরা পড়ে। বছর চারেকের ওই শিশুকে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর এবং পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি করানো হয় ওই শিশুকে। টানা ৩ মাস চিকিৎসা চলে। আপাতত সুস্থ রয়েছে সে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত ২৬ এপ্রিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে শিশুটির সংক্রমণের নমুনা পাঠানো হয়, তাতেই বার্ড ফ্লু হয়েছে বলে ধরা পড়ে।
সূত্রের খবর, বার্ড ফ্লু সংক্রমিত শিশুটির বাড়ির আশেপাশে হাঁস, মুরগি ছিল। তবে এখনও পর্যন্ত শিশুর পরিবারের কারও মধ্যে এই উপসর্গের খোঁজ পাওয়া যায়নি। শিশুটিকে কোনও টিকা দেওয়া হয়েছিল কিনা তার বিশদ বিবরণ মেলেনি। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, ২০১৯ সালের পর ভারতে এইচ৯এন২ বার্ড ফ্লুর এটি দ্বিতীয় কেস। আড়াই বছরের এক শিশুর আক্রান্ত হওয়ার খবরের পর এবার চার বছরের আরও এক শিশুর আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। উত্তরবঙ্গের বাসিন্দা ও চার বছরের শিশুর দীর্ঘ চিকিৎসা হয়েছে বলেও জানা যাচ্ছে। হু-র তরফে পাওয়া খবর অনুযায়ী, রোগীর বাড়িতে হাঁস-মুরগির ফার্ম ছিল। সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। ইতিমধ্যে এই খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।
ভারতে এই নিয়ে দ্বিতীয়বার কোনও মানুষের শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গেল। এর আগে ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। ৫ বছর পর ফের বাড়ছে উদ্বেগ। 
মেক্সিকোতে চলতি মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই তাঁর মৃত্যু হয়।

Leave a comment