Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে হামলা, আহত নিরাপত্তারক্ষী

News Desk

Published: 10 June, 2024, 03:42 PM
মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে হামলা, আহত নিরাপত্তারক্ষী

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তপ্ত মণিপুর, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কনভয়ে হামলার চেষ্টা চালালো সন্ত্রাসবাদীরা। হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী হয়েছেন বলে খবর। সুরক্ষিত আছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইম্ফল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত নিরাপত্তারক্ষীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত বছরের মে মাসে হিংসার আগুন ছড়িয়ে পড়েছিল মণিপুরে। কুকি ও কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে শতাধিক মানুষ নিহত হন। ধর্ষণ, খুনের মতো নৃশংস অপরাধের নানা খবরের শিরোনামে উঠে আসে। 
চলতি সপ্তাহেই হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে মণিপুরের জিরিবাম। গত ৬ জুন এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।  ঘটনাকে কেন্দ্র করে জিরিবামে প্রায় ৭০টিরও বেশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক সরকারি দফতরেও আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণের ভয়ে মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

Leave a comment