Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট দিল, আবহাওয়া দফতর

Bipasha Chakraborty

Published: 06 July, 2024, 08:59 PM
বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট দিল, আবহাওয়া দফতর

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। বৃষ্টি হবার জন্য যে পরিস্থিতি থাকা দরকার তা রয়েছে। বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন, রাজস্থান থেকে শুরু হয়ে পশ্চিম বঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাস করে নর্থ বে অফ বেঙ্গল এ প্রবেশ করেছে। এর ফলে ভারি বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৯ কিলোমিটারে একটা অক্ষ রেখা সাউথ ওয়েস্ট উত্তর প্রদেশ থেকে শুরু করে অসম পর্যন্ত গেছে পশ্চিম বঙ্গের উপর দিয়ে।

একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য অফ বেঙ্গলে সাউথ ওডিশা কোস্ট এর সংলগ্ন অঞ্চলে। এই ঘূর্ণাবর্তটি। শনিবার বঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমির লেয়ার এ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশের বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধায়ন, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর এই জেলা গুলিতে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং উত্তর দিনাজপুরে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরে। রবিবার ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সর্তকতা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
 

Leave a comment