Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বোলপুরে পাট্টা জমি দখল করে আবাসন  নির্মাণের তদন্তের আশ্বাস কাজল সেখের

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 08:28 PM
বোলপুরে পাট্টা জমি দখল করে আবাসন  নির্মাণের তদন্তের আশ্বাস কাজল সেখের

দেবশ্রী মজুমদার, বোলপুর: পাট্টা দেওয়া সরকারি জায়গা দখল করে বিলাশ বহুল আবাসন নির্মাণ করার অভিযোগ উঠলো বোলপুরে। অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস জেলা পরিষদের। জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ বলেন, আদিবাসীরা অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করার জন‍্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ‍্যমন্ত্রীর নির্দেশ আছে, এব‍্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে। 
 সাত্তোর গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া এলাকায় বেসরকারি আবাসন তৈরির জন্য প্রায় ২২ বিঘা পাট্টা ও বর্গা জমি আদিবাসী সহ চাষিদের কাছ থেকে বলপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে৷ এই মর্মে সম্প্রতি  বীরভূম জেলা  শাসক ও বীরভূম জেলা  পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ দায়ের  করেছেন জমিহারারা৷ 
যদিও, আবাসনের অন্যতম কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায় বলেন, "সরকারি নিয়ম মেনেই জমি কিনেছি। সরকারের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতেই জমি কেনা হয়েছে। দখলের কোন বিষয় নেই৷"  

বোলপুরের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া খঞ্জনপুর মৌজায়  ৫২ বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটি বেসরকারি আবাসন। বিলাশবহুল কটেজ তৈরি করে চলছে বিক্রি। অভিযোগ, এই প্রকল্পের জন্য প্রায় ২২ বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। এই জমির  মধ্যের আদিবাসীদের জমি রয়েছে, চাষিদের জমি রয়েছে।

Leave a comment