Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ, কলকাতা শহরের রাস্তায় নামবে লেডিস স্পেশাল

Bipasha Chakraborty

Published: 24 June, 2024, 07:24 PM
মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ,  কলকাতা শহরের রাস্তায় নামবে লেডিস স্পেশাল


পুবের কলম প্রতিবেদক: নারী সুরক্ষায় দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার স্থান অনেকটাই উপরে। নারী নিরাপত্তা এবং সুরক্ষার দিক থেকে দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবেই বিবেচিত কলকাতা শহর।

রাজ্যের বাসিন্দা মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক গুরুত্বপুর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার শহরের মহিলাদের কর্মক্ষেত্র বা স্কুল-কলেজে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ‘লেডিস স্পেশাল বাস’ পরিষেবা চালু করলো রাজ্য পরিবহন দফতর।  মঙ্গলবার সকাল ১০.৩০ টায় হাওড়া স্টেশনের সামনে থেকে  ‘লেডিস স্পেশাল বাস’ উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 
কলকাতার রাস্তায় বিশেষ ‘লেডিস স্পেশাল বাস’ পরিষেবা প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুবের কলম প্রতিবেদককে বলেন, ‘ব্যস্ত অফিস সময়ে প্রচুর সংখ্যক মহিলা শহরতলী থেকে ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। নির্দিষ্ট সময়ে মহিলাদের কর্মক্ষেত্র বা স্কুল কলেজে নির্দিষ্ট সময়ে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্যই পরীক্ষামূলক ভাবে বিশেষ ‘লেডিস স্পেশাল বাস’ পরিষেবা শুরু করা হল।’ পরবর্তীতে মহিলা যাত্রীদের চাহিদার দিকটি বিবেচনা করে বাসের সংখ্যা এবং রুট বাড়ানোর কথা ভাবা হবে বলেও জানান রাজ্যের পরিবহন মন্ত্রী। জানা গিয়েছে, প্রতিদিন দুটি বিশেষ ‘লেডিস স্পেশাল বাস’ হাওড়া থেকে বালিগঞ্জের উদ্দেশে ছাড়বে। প্রথম বাসটি ছাড়বে  সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় বাসটি হাওড়া থেকে ছাড়বে ১০টায়। মহিলাদের জন্য বিশেষ বাসে থাকবেন মহিলা কন্ডাক্টার।রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর, আগামী দিনে  শিয়ালদা স্টেশন থেকেও ‘লেডিস স্পেশাল বাস’ চালু করার চিন্তা-ভাবনা রয়েছে।

আপাতত পরীক্ষামুলক ভাবে দুইটি নন এসি বাসকে ‘লেডিস স্পেশাল বাস’ হিসেবে চালানো হবে।ভবিষ্যতে অফিস ফেরতের সময়েও বিশেষ লেডিস স্পেশাল বাস পরিষেবা দেওইয়া হবে এবং আগামীদিনে বাতানুকূল বাস চালানোর  ভাবনাচিন্তাও রয়েছে রাজ্য পরিবহন দফতরের।



অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে ৩৮টি নতুন বাস পরিষেবা শুরু হবে খুব শীঘ্রই। তার মধ্যে সাতটি নতুন রকেট বাসও রয়েছে । জানা গিয়েছে,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা  যে ৩৮টি নতুন বাস পাচ্ছে তার মধ্যে তিনটে নতুন বাস আলিপুরদুয়ার ডিপোকে দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার-কলকাতা রকেট বাস সার্ভিস আগামী সপ্তাহ থেকে চালু করার কথা ঘোষণা করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। 

Leave a comment