Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

মা ও শিশু সন্তানের রহস্যমৃত্যু, তদন্তে নলহাটি থানার পুলিশ

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 08:17 PM
মা ও শিশু সন্তানের রহস্যমৃত্যু, তদন্তে নলহাটি থানার পুলিশ

 

 

দেবশ্রী মজুমদার, নলহাটি : মা ও শিশুর রহস‍্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ২২ জুন শনিবার নলহাটি দুই নম্বর ব্লকের নাকপুর চেকপোস্টের কাছে আনুমানিক ভোর পাঁচটা নাগাদ মা ও শিশু পুত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ। শনিবার ভোরে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বীরভূমের  নলহাটি থানার নাকপুর চেক পোস্ট ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। এর পর নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশকে খবর দেওয়া হয়।

জানা গেছে, পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। জানা গেছে, মৃতের নাম রীনা খাতুন (২৮) এবং নাজিকুল ইসলাম  (৫)। নবগ্রাম থানার ফাইজুদ্দিন সেখের মেয়ে রীনা খাতুন। শুক্রবার সন্ধ্যায়  ওষুধ কেনার নাম করে মহিলা  বাড়ি থেকে বের হন। তারপর থেকে নিখোঁজ হন। শনিবার নলহাটি থানার পুলিশ নবগ্রাম থানার মাধ‍্যমে মৃতার পরিবারের সাথে যোগাযোগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মহিলার দুটি বিয়ে। প্রথম পক্ষের বিয়ের পর ছাড়াছাড়ি হয়ে যায়। তবে, দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। এনিয়ে স্বামী স্ত্রীর মধ‍্যে একটা মনোমালিন‍্য চলছিল।

নবগ্রাম থানার জিরাডাঙায় মহারাজ সেখের সাথে রীনার বিয়ে হয়। তবে বিয়ের পরই মনোমালিন‍্যের কারনে বাপের বাড়িতেই ছেলে নিয়ে থাকতেন রীনা। কুরবানির দিন ছেলে সমেত রীনাকে নিয়ে মহারাজ হাজারদুয়ারি, গোলাপবাগ এবং কান্দি থানার গোকর্ণে বেড়াতে নিয়ে যান। তারপরই এই ঘটনা। এর ফলে পুলিশের প্রাথমিক সন্দেহ দ্বিতীয় স্বামীর উপর। 
 কে বা কারা খুন করেছে সেই নিয়ে তদন্ত শুরু করছে নলহাটি থানা ও লোহাপুর ক্যাম্পের পুলিশ। মৃতদেহ দাফনের জন‍্য পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

Leave a comment