Sun, June 30, 2024

ই-পেপার দেখুন

জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা, অভিযোগ বিজেপির দিকে

News Desk

Published: 29 May, 2024, 02:26 PM
জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টা, অভিযোগ বিজেপির দিকে

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের জয়নগরের এক পঞ্চায়েত সদস্যকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তবে বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,  মঙ্গলবার রাতে ভোটার স্লিপ নিয়ে বাড়ির কাছেই একটি ডেকরেটরের দোকানে বসে কাজ করছিল জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের গড়দেওয়ানি গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য তপন মন্ডল সহ আরো দু তিনজন।

গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েত সদস্যকে লক্ষ করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে তপন মন্ডলকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে কিন্তু গুলি লাগেনি, এরপরে তপন দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয়। আর বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তপন। এরপরে দুষ্কৃতীরা পালিয়ে যায় রাতের অন্ধকারে। তার পরে স্থানীয়রা এসে আহত তপনকে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলছে তাঁর।

বুধবার সকালে অস্ত্রোপচার করা তপনের। আর এদিন রাতের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বকুলতলা থানার ওসি প্রদীপ রায় সহ পুলিশের টিম।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসের খান জিয়াউল হক ও গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সাহাবুদ্দিন সেখ এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘাড়ে চাপিয়েছেন। তাঁরা বলেন, বিজেপি নিজেদের পরাজয় বুঝতে পেরে এবং এলাকায় গন্ডগোল পাকাতে এই খুনের চেষ্টা করেছে। তবে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি। বিজেপির জয়নগর ৫ নং মন্ডল সভাপতি বাটুল মন্ডল বলেন, ঐ অঞ্চলে আমাদের কোনো সংগঠন নেই। তাই আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে ওরা। এর সাথে আমাদের দলের কেউ যুক্ত নেই। আর এই ঘটনার পরে বুধবার সকালে এলাকা থমথমে।

Leave a comment