Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

ভোটে রক্তপাত বন্ধ হোক: মুফতি মাতিন

Puber Kalom

Puber Kalom

Published: 29 May, 2024, 03:06 PM
ভোটে রক্তপাত বন্ধ হোক: মুফতি মাতিন


 

রফিকুল হাসান, খড়িবাড়ি: আগামী ১ জুন বসিরহাট লোকসভায় নির্বাচন ও ৪ জুন ফলাফল প্রকাশিত হবে। ভোটে জয় পরাজয় থাকবে। এই নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি ও রক্তপাত বন্ধের আহ্বান জানালেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সর্বভারতীয় সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব। 
মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার খড়িবাড়ির হাড়োয়া খালে অনুষ্ঠিত হয় কমিউনিটি লিডার শিপ মিট। অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত ও হাদীয়া সেন্টার ফর সোশ্যাল এক্সিলেন্স এর যৌথ উদ্যোগে বহু অভিভাবক, অভিভাবিকা, মাদ্রাসার শিক্ষক ও ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। 
মুফতি আব্দুল মাতিন সাহেব এদিন তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কুরআন শরীফ সকলের জন্য। কেরালার শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে আমরা স্কুলের পড়ুয়াদেরকেও দ্বীনি শিক্ষার ব্যবস্থা করেছি। আপাতত ২৫৬ টি গ্রামে এই শিক্ষা ব্যবস্থা চালু করতে পেরেছি। গ্রামে গ্রামে ড্রপ আউট কমানোটাও আমাদের লক্ষ্য। আর এর জন্য তিনি মায়েদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন। 
কেরালা শিক্ষা ব্যবস্থার এই হাদীয়া সেন্টারের রাজ্যের অবজারভার কেরালা নিবাসী মাওলানা মনসুর হুদাবি বলেন, প্রতিটি গ্রামে আমাদের দ্বীনি তালিম দেওয়ার চেষ্টা চলছে। হাফেজ, মাওলানার পাশাপাশি আমাদের ঘরের ছেলেমেয়েদেরকে উকিল বানাতে হবে। তাহলে এনআরসি, সিএএ এর বিরুদ্ধে আদালতে লড়ার জন্য আমাদের ছেলে মেয়েরাই যথেষ্ট হবে। 
উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, নবী (সা.) সকলের জন্য রহমত স্বরূপ। তাঁর শান্তির বার্তা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। কেননা সারা দেশে একটা উগ্র শক্তি অশান্তি সৃষ্টি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতধরে বাংলায় সহিষ্ণুতার পরিবেশ বজায় রাখতে তিনি সকলের কাছে আহ্বান জানান। তিনি দোয়া চান আল্লাহ হককে প্রতিষ্ঠা করুক ও অশুভ শক্তি ধ্বংস হোক। 
এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক তথা অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের অন্যতম দায়িত্বশীল গোফরান মল্লিক ওরফে নান্টু বলেন, আলেম, মাওলানার পাশাপাশি আইপিএস, আইএএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে হবে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে। গোটা সমাজে এর জন্য সচেতনতা প্রয়োজন। আর এই শিক্ষা আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। 
এদিন আরো বক্তব্য রাখেন রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠের স্বামী বিদ্যানন্দ মহারাজ, মোটিভেশনাল স্পিকার আবেদীন হক আদী সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সাহাবুদ্দিন আলি, আরশাদ খান, ফকির আলি, নূর আলম, সামিম মল্লিক প্রমুখ। এদিন শান্তি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a comment