Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

মরশুমের শুরুতেই ইলিশ ছাড়াই ফিরতে হল মৎস্যজীবিদের

Bipasha Chakraborty

Published: 20 June, 2024, 07:43 PM
মরশুমের শুরুতেই ইলিশ ছাড়াই ফিরতে হল মৎস্যজীবিদের

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : প্রাক বর্ষার বৃষ্টি শুরু বৃহস্পতিবার থেকে সুন্দরবনে।আর এরই মধ্যে শুরু হয়ে গেছে ইলিশ ধরার মরশুম। কিন্তু মরশুমের প্রথমেই মৎস্যজীবীদের জালে এল না ইলিশ।তাঁর বদলে অন্য মাছ নিয়ে ফিরল মৎস্যজীবীরা।

বৃষ্টি সেভাবে নেই, তার উপর রয়েছে উত্তাল সমুদ্র। পূবালি হাওয়াও নেই,ফলে মৎস্যজীবীদের জালে আসেনি কোনো ইলিশ। তবে ইলিশ না পেলেও একেবারে খালি হাতে ফেরেনি মৎস্যজীবীরা। ইলিশ ছাড়া কাঁটা মাছ,লটে, সামুদ্রিক কাঁকড়া-সহ আরও অন্যান্য মাছ নিয়ে ফিরেছে তাঁরা। তবে ইলিশ পড়লে ব্যবসায়ে আরও লাভ হত বলে জানালেন তাঁরা ।ব‍্যান পিরিয়ড উঠে যাওয়ার পর গত ১৫ জুন গভীর সমুদ্রের দিকে রওনা দেয় সুন্দরবনের মৎস্যজীবীরা।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ,ফ্রেজারগঞ্জ, নামখানা সাগর, ডায়মন্ডহারবার সহ একাধিক মৎস্যবন্দরে মৎস্যজীবীরা ফিরতে শুরু করেছে।গত ৩ বছর ধরে মাছ কম পরিমাণে পাওয়া যাচ্ছে বলে তাঁরা জানালেন।

এ বছর মরশুমের শুরুতেই এভাবে খালি হাতে ফিরে আসায় হতাশ মৎস্যজীবীরা সিঁদুরে মেঘ দেখছেন।তবে মনে করা হচ্ছে অবস্থার পরিবর্তন হতে পারে।

বৃষ্টি পুরোদমে শুরু হলেই এই পরিস্থিতি বদলাতে পারে বলে আশাবাদী তাঁরা। তবে এখন দেখার মরশুমের বাকি দিনগুলিতে কত পরিমাণে ইলিশ আনতে পারে এবারে মৎস্যজীবিরা।

Leave a comment