Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরেই হকার উচ্ছেদ বীরভূম জেলাজুড়ে

Bipasha Chakraborty

Published: 27 June, 2024, 08:19 PM
মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরেই হকার উচ্ছেদ বীরভূম জেলাজুড়ে

 

 দেবশ্রী মজুমদার, রামপুরহাট: মুখ‍্যমন্ত্রীর কড়া বার্তার পরই হকার উচ্ছেদ চলছে জেলা জুড়ে। বীরভূমের রামপুরহাট ও বোলপুরে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। রামপুরহাটের সতেরো ও তিন নম্বর ওয়ার্ড অর্থাৎ ছ'ফুকো বরাবর পুলিশ প্রশাসন উচ্ছেদ শুরু করে। একইভাবে বোলপুর শ্রীনিকেতন রোডে বালিকা বিদ‍্যালয় এবং বয়েজ স্কুলের সামনে হকার জবর দখল করে রাখে। বুধবার সেই এলাকা উচ্ছেদে নেমে পড়ে প্রশাসন।

মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বলেন, "আমরা নির্দেশ অনুযায়ী সকাল বেলা কাজে নেমেছি। ফুটপাথ বেআইনি দখলদারি হটানোর কাজ চলছে৷ পাশাপাশি কংক্রিটের দোকান যাঁদের আছে সেগুলো চিহ্নিত করে নোটিশ করা হবে। পরে তা ভেঙে দেওয়া হবে।"

আগাম না জানিয়ে এই উচ্ছেদের বিরুদ্ধে বামফ্রন্টের তরফে রামপুরহাট মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবি, চোদ্দ সালের আইন অনুযায়ী পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করা যাবে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রামপুরহাট, বোলপুরে বুলডোজ়ার নিয়ে জবরদখল উচ্ছেদে নামে স্থানীয় প্রশাসন। রামপুরহাট পুরসভার ১৭ এবং তিন নম্বর ওয়ার্ডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এবং রামপুরহাট থানার আইসি-সহ পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের তরফে ১৭ নম্বর ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে যাওয়ার সময়ই ওই ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর এবং কয়েক জন ব্যবসায়ীর সঙ্গে বচসা বাধে পুলিশের। ধাক্কাধাক্কিও হয়। বিক্ষুব্ধদের দাবি, কোনও আগাম নোটিস না দিয়েই পুলিশ উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

যদিও পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। অন‍্যদিকে, বোলপুরে হকার উচ্ছেদের সময় বোলপুর পুরসভার সমস্ত কাউন্সিলার ও আধিকারিকর উপস্থিত ছিলেন। 

তৃণমূল কোর কমিটির অন‍্যতম সদস‍্য সুদীপ্ত ঘোষ বলেন, গার্লস স্কুলের সামনে গেট দখল করে দোকান করেছে। এগুলো অন‍্যায়। জবর দখল করা যাবে না।

 

 

 

Leave a comment