Mon, September 30, 2024

ই-পেপার দেখুন

আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যায় অভিযুক্তের হয়ে লড়ছেন এক মহিলা আইনজীবী

Bipasha Chakraborty

Published: 23 August, 2024, 07:19 PM
আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যায় অভিযুক্তের হয়ে লড়ছেন এক মহিলা আইনজীবী

পুবের কলম, ওয়েবডেস্ক:  আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় অভিযুক্তের হয়ে লড়ছেন একজন মহিলা আইনজীবী। তার নাম কবিতা সরকার। পুলিশ আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে। তার হয়েই মামলা লড়ছেন আইনজীবীকে কবিতা। তাকে বিচার পাইয়ে দিতে লড়াই করছেন তিনি। কারণ আইন অনুযায়ী অভিযোগকারীর মতোই বিচার পাওয়ার সমান অধিকার রাখে অভিযুক্তও। সেই নিয়মে রাজ্য সরকারের লিগাল এইড কাউন্সিল সিস্টেমের তরফে ওই দায়িত্ব দেওয়া হয়েছে কবিতাকে।

ইতিমধ্যেই সঞ্জয় রায়ের জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন মহিলা আইনজীবী কবিতা সরকার। শুক্রবার শিয়ালদহ কোর্টে আরজি করের অভিযুক্তের হয়ে সওয়াল করেছেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওই মহিলা আইনজীবী জানিয়েছেন, তার কাছে এই একটি কাজ। লিগাল এইডের আইনজীবী হিসাবে তিনি অন্যান্য মামলায় যে কাজ করে থাকেন, সেই নিয়ম মেনেই এই কাজ করছেন তিনি।

আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় কোনও আইনজীবী অভিযুক্তের হয়ে মামলা লড়তে চাননি। আরজি কর মামলার প্রথম শুনানির দিন আদালতে তাঁর হয়ে সওয়াল করতে উপস্থিতও হননি কেউ। লিগাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেমের প্রধান সৌরভ বন্দ্যোপাধ্যায় জানান, তাদের কাছে আইনজীবী দেওয়ার অনুরোধ করা হয়েছিল। সেই মতো তিনি এই মামলার দায়িত্ব নিয়েছেন। সহকারি হিসেবে বেছে নিয়েছেন কবিতা সরকারকে। তিনিই শিয়ালদহে অভিযুক্তের হয়ে সওয়াল করছেন। তবে আইনজীবী কবিতা সরকার জানিয়েছেন, লিগাল এইডের সদস্য না হলে তিনি এই আইনি লড়াই লড়তেন না।

 

 

Leave a comment