Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

এখনও পর্যন্ত পাঁচবার, ফের সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা

Bipasha Chakraborty

Published: 20 August, 2024, 04:25 PM
এখনও পর্যন্ত পাঁচবার, ফের সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা

পুবের কলম, ওয়েবডেস্ক:  পর পর এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচবার। ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডেকে পাঠালো সিবিআই। শুক্রবার থেকে একনাগাড়ে সন্দীপ ঘোষকে জেরা করে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা। জানা গেছে, সন্দীপ ঘোষের উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। ফের আজ মঙ্গলবার সিবিআই সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে।

সন্দীপ ঘোষের আমলে একধিক অনিময়ের অভিযোগ উঠেছে। এদিকে ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আছেন ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রাজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এক মাসের মধ্যে রিপোর্ট দেবে তারা। সোমবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্স ছাড়েন সন্দীপ ঘোষ। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেননি তিনি।

সন্দীপ ছাড়াও ইতিমধ্যেই সিবিআই জেরা করেছে আরজি কর গ্রুপে সি ও ডি গ্রুপের একাধিক কর্মীদের। বিশেষ করে যাঁরা ঘটনার রাতে আরজি করের ডিউটিতে ছিলেন। তদন্তের স্বার্থে বেশ কিছু পড়ুয়া চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছে।

অন্যদিকে সোমবার আরজি করে যায় সিবিআই। হাসপাতালের সেমিনার রুমে পরপর দুদিন থ্রিডি স্ক্যানিং করে তারা। ঘটনাস্থলে একাধিক পায়ের ছাপ, হাতের ছাপ মিলেছে বলে খবর। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

  

Leave a comment