Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

হাতিয়াড়া জামে মসজিদে দু দফায় ঈদ উল আয্হা'র নামায

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 11:22 AM
হাতিয়াড়া জামে মসজিদে দু  দফায় ঈদ উল আয্হা'র নামায

রমিত বন্দ্যোপাধ্যায় :হাতিয়াড়া জামে মসজিদে ২ দফায় ঈদ উল আয্হা বা কুরবানীর ঈদের নামাজের আয়োজন করা হয়।  প্রথম নামাজ সকাল ৭:৩০ এবং দ্বিতীয় নামাজ  সকাল ৮:১৫ পড়া হয়।  এখানে বাগুইহাটি  ,হাতিয়াড়া ,জ্যাংড়া, নিউটউন এবং রাজারহাট সংলগ্ন বহু মানুষ নামাজ পড়ার জন্য আসেন।  শোনাযায় এই মসজিদ বহুদিনের  ঐতিহ্য এবং রীতি বাহন করে চলেছে।  

 

এই বছর প্রায় ২৫০০ থেকে ৩০০০ মানুষ এই স্থানে  সকালের মধ্যে এসে উপস্থিত হন।মুসলিমরা যাতে সুষ্ট ভাবে নামাজ পড়তে পারেন তার জন্য  প্রতি বছরের মতো এইবছরও  আগাম ব্যবস্থা নেওয়া হয়।ভিড় সামলাতে  মসজিদের সাথে লাগোয়া হাতিয়াড়া  এফ  পি (ফ্রি প্রাইমারি) স্কুলের মাঠে শতরঞ্জি এবং চাদরের ব্যবস্থা করা হয়  নামাজ পড়ার সুবিদার্থে । প্রশাসনিক ব্যবস্থাপনা  ছিল উল্লেখযোগ্য। যানজট সামাল দিতে ও মানুষের সুবিদার্থে  পর্যাপ্ত  ট্রাফিক পুলিশ পোস্টিং করা হয় এই মসজিদ সংলগ্ন এলাকায়।

Leave a comment