Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ওয়েস্টাইড-এ ম্যানেকুইনে শালীনতা বর্জিত নারীদেহের প্রদর্শনী

Bipasha Chakraborty

Published: 26 July, 2024, 02:04 PM
ওয়েস্টাইড-এ ম্যানেকুইনে শালীনতা বর্জিত নারীদেহের প্রদর্শনী

পুবের কলম প্রতিবেদক: ওয়েস্টসাইড ভারতের একটি অতি পরিচিত রিটেইল স্টোর। এখানে পাওয়া যায় মহিলা ও পুরুষের জন্য ব্র্যান্ডেড এবং মানসম্পন্ন নানা ধরনের পোশাক। অবশ্যই ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে।

ওয়েস্টসাইড-এর মালিক হচ্ছে বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপ। কলকাতা ও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি শহরে এই রিটেইল স্টোরের বেশকিছু শোরুম রয়েছে। তারা শোরুমের পণ্যের জন্য বেশকিছু বিজ্ঞাপন করে।

বৃহস্পতিবার ফ্রিস্কুল স্ট্রিট দিয়ে পার্ক পার্ক স্ট্রিট যাওয়ার সময় চোখে পড়ল শোরুমের ভেতরে তাদের এমনই একটি বিজ্ঞাপন যা রাস্তা থেকে সহজেই হবু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। 

দেখা গেল একটি তরুণীর ডামি মডেল। আসলে ডামি লেখা হল এই জন্য যে, ওই তরুণীর মূর্তিটিকে সম্ভবত কাঠ কিংবা অন্যকিছু দিয়ে তৈরি করা হয়েছে পোশাক ডিসপ্লে করার জন্য। তবে বেচারা এক তরুণী ডামি মডেলের ভাগ্যে খুব বেশি কাপড়চোপড় জোটেনি। তাকে শুধু একটি প্যান্টি ও ব্রা পরিয়ে জনসমক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। 

কথা হচ্ছে, কোনও তরুণীর জন্য তা হোক না ডামি মডেল, এই ধরনের পোশাকে দেহপ্রদর্শনী যে খুব একটা সম্মানজনক? তরুণীরা কী এই ধরনের অর্ন্তবাস পরে ঘুরে বেড়ান? বা প্রদর্শনী করেন? তাহলে টাটা গ্রুপের ওয়েস্টসাইড কেন এই ধরনের ম্যানেকুইন-এর দ্বারা নারী সমাজকে অপমান করার চেষ্টা করবে। কোথায় পুরুষ মডেলদের নিয়ে তো এত অশ্লীলভাবে পোশাক প্রদর্শনী করা হয় না! 

এ কথা সত্য, পাশ্চাত্যে বহুজাতিক ফ্যাশন কোম্পানিগুলি নারীদেহকে সব সময় যৌনপণ্য হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত। তারা চায়, তাদের আবিষ্কৃতি ফ্যাশন ও অন্যান্য প্রোডাক্টের বাজার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষ নিউ ইয়র্ক বা ইতালি নয়।

এখনও এখানে নারীদের প্রতি সম্মান এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ হ্রাস পেলেও কিন্তু বেঁচে আছে। তাই ভারতীয় মানুষের পোশাককে ওয়েস্টসাইডেরও সম্মান করা উচিত। 

Leave a comment