Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

ডিজিটাল অ্যারেস্ট', মহিলা চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৯ লক্ষের বেশি টাকা

Bipasha Chakraborty

Published: 25 July, 2024, 07:51 PM
ডিজিটাল অ্যারেস্ট', মহিলা চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৯ লক্ষের বেশি টাকা

 

নয়াদিল্লি, ২৫ জুলাই: অনলাইন প্রতারণার শিকার হলেন নয়ডার এক মহিলা চিকিৎসক। ৪৮ ঘণ্টার মধ্যে ৫৯ লক্ষ টাকার বেশি খুইয়েছেন তিনি। ডা. পূজা গয়াল নয়ডার ৭৭ নম্বর সেক্টরের বাসিন্দা। 

গত ১৩ জুলাই তার মোবাইলে একটি ফোনে আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন তিনি ভারতের টেলিফোন রেগুলেটরি অথরিটি থেকে ফোন করছেন। ডা. গয়ালকে বলা হয় তার ফোন থেকে পর্ন ভিডিয়ো প্রচারিত করা হচ্ছে। মহিলা চিকিৎসক এই কথা অস্বীকার করেন। কিন্তু ওই ব্যক্তি ডা. গয়ালকে বলেন খুব বড়সড় বিপদে পড়তে চলেছেন তিনি। ভিডিয়ো কলে তার সঙ্গে কথা বলার জন্য রাজি করান। কারণ ৪৮ ঘণ্টার মধ্যে তার অ্যাকাউন্ট থেকে ৫৯ লক্ষ ৫৪ হাজার টাকা গায়েব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মহিলা চিকিৎসক বুঝতে পারেন তিনি 'ডিজিটাল অ্যারেস্ট' বা অনলাইন প্রতারণার শিকার হয়েছে। ২২ জুলাই তিনি ৩৬ নম্বর নয়ডা সেক্টরে সাইবার ক্রাইম সেলে একটি অভিযোগ দায়ের করেন। 

সহকারি পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) বিবেক রঞ্জন রাই বলেন, ডা. পূজা গয়ালের অ্যাকাউন্ট থেকে টাকা হস্তান্তর করা হয়েছে। সমস্ত বিবরণ তিনি আমাদের কাছে জমা দিয়েছেন। সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সহকারি পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রতারকরা নানাবিধ কৌশলে নিজেদের কখন আইন প্রণেতা, বড় আধিকারিক নানাবিধ ভুয়ো পরিচয় দিয়ে মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। সাবধান থাকতে হবে। এই ধরনের প্রতারণার শিকার হলে অবিলম্বে নিকটবর্তী সাইবার ক্রাইম বিভাগে জানাতে হবে।

Leave a comment