Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

ওয়াকফ বোর্ডের নয়া চেয়ারম্যান জাস্টিস (অব.) শহিদুল্লাহ মুনশি

Bipasha Chakraborty

Published: 09 July, 2024, 02:01 PM
ওয়াকফ বোর্ডের নয়া চেয়ারম্যান জাস্টিস (অব.) শহিদুল্লাহ মুনশি

 

পুবের কলম প্রতিবেদক: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব শহিদুল্লাহ মুনশি পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন। হাইকোর্ট থেকে অবসর নেওয়ার পর তিনি রাজ্য জুভেলিয়ান কোর্টের চেয়ারম্যান ছিলেন। চলতি বছরের জুলাই মাসে সেই পদের মেয়াদ শেষ হয়েছে। 
জাস্টিস শহিদুল্লাহ মুনশির জন্ম দক্ষিণ ২৪ পরগনার কালীচরণপুরে। তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল’ কলেজ থেকে তিনি আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। জাস্টিস মুনশি দৈনিক ‘পুবের কলম’-এর প্রতিবেদককে বলেন, ১৯৮৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি আইন প্র্যাক্টিস করেন। অর্থাৎ আইনি পেশায় তাঁর রয়েছে প্রায় ২৬ বছরের দীর্ঘ অভিজ্ঞতা। 
আইন পেশায় থাকাকালীন তিনি ওয়াকফ সম্পর্কিত বেশকিছু মামলায় লড়েছিলেন এবং ক্ষেত্র বিশেষে বোর্ডে বেআইনি কারবার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। অনেকে বলছেন, যেহেতু জাস্টিস অব. শহিদুল্লাহ মুনশি ওয়াকফ বোর্ডের বিষয়গুলি খুব ভালো করে জানেন, তাই তিনি একজন সক্ষম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 
পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান টেলিফোন করে জনাব শহিদুল্লাহ মুনশিকে তাঁর নতুন দায়িত্বের জন্য মুবারকবাদ জানিয়েছেন। 

Leave a comment