Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

প্রয়াত প্রণবকুমার বিশ্বাস, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Bipasha Chakraborty

Published: 17 July, 2024, 08:33 PM
প্রয়াত প্রণবকুমার বিশ্বাস, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পুবের কলম প্রতিবেদক: রাজনৈতিক মহলে শোকের ছায়া। চলে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর প্রণবকুমার বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বুধবার দক্ষিণ কলকাতার নিজ বাড়িতেই প্রয়াত হন প্রণববাবু। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রণব। বুধবার রাত্রে ক্যাওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রণবের মৃত্যুতে প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ আমি দুঃখিত। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রণব বিশ্বাস। তিনি ছিলেন একজন চিকিৎসক এবং বিশিষ্ট সমাজসেবক। তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন। তাঁর প্রয়াণে পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি জানাই সমবেদনা।’

২০১৮ সালে আচমকাই পুরসভার মেয়র পদ ছেড়ে দেন শোভন চট্টোপাধ্যায়। সেই সময় ফিরহাদ হাকিমকে করা হয় মেয়র। তবে সেই সময় ফিরহাদ ছিলেন না নির্বাচিত কাউন্সিলর। তাই দলীয় স্বার্থে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়ান প্রণবকুমার বিশ্বাস।

এরপর ওই ওয়ার্ডে হয় কাউন্সিলার নির্বাচন। আর তাতে জয়ী হয় ফিরহাদ হাকিম। বলা বাহুল্য, ২০১০ সালে প্রথমবার তৃণমূলের হয়ে ৭৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন প্রণব বাবু। প্রায় পাঁচ বছর দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভার এই ওয়ার্ডে দায়িত্ব সামলেছেন। তবে রাজনীতি থেকে চিকিৎসক হিসাবে বেশ পরিচিত ছিলেন প্রণবকুমার বিশ্বাস।

Leave a comment