Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

কলকাতায় আক্রান্ত পুলিশ

Bipasha Chakraborty

Published: 17 July, 2024, 08:26 PM
কলকাতায় আক্রান্ত পুলিশ

 

পুবের কলম প্রতিবেদক: বুধবার খাস কলকাতায় এক পুলিশকর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ভোরবেলায় উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই সময়েই দুষ্কৃতীরারা চড়াও হয় তাঁর উপরে। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বেপরোয়া শাস্তি দিচ্ছেন। কোথাও আইনের রক্ষক নিজেই রাস্তায় পড়ে মার খাচ্ছেন। ওই পুলিশকর্মীর নাম দেবাশিস মণ্ডল। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল।

ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় যেমন পুলিশি টহল চলে, বুধবার সেই দায়িত্ব বর্তেছিল তাঁর উপর। বাইক নিয়ে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে বেরিয়েছিলেন তিনি। সাধারণত এই ধরনের টহলে এক একটি দলে দু’জন করে পুলিশকর্মী থাকেন। কিন্তু দেবাশিস সম্ভবত ঘটনার সময় একাই ছিলেন। রাস্তায় তিনি দুষ্কৃতীদের মুখোমুখি হন। তাদের কুকর্মে বাধা দেওয়াতেই পাল্টা আক্রমণের শিকার হন ওই পুলিশকর্মী।

রক্তাক্ত অবস্থায় আহত পুলিশকর্মীকে পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে ঘটনাটি প্রশ্ন তুলেছে খোদ পুলিশের নিরাপত্তা নিয়েই। এক দিকে রাজ্যে জেলায় জেলায় ঘটে-যাওয়া কিছু ‘দাদাগিরি’র ঘটনা এবং অন্য দিকে দুষ্কৃতীদের হাতে পুলিশের মার খাওয়ার ঘটনাকে পাশাপাশি রেখে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ।

Leave a comment