Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

গাজায় ইসরাইলের ‘যুদ্ধাপরাধে’ বাইডেন  জড়িত: এরদোগান

ইমামা খাতুন

Published: 12 July, 2024, 08:02 PM
গাজায় ইসরাইলের ‘যুদ্ধাপরাধে’ বাইডেন  জড়িত: এরদোগান

ওয়াশিংটন, ১২ জুলাই: ইসরাইলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান এই মন্তব্য করেন। তুরস্কের প্রেসিডেন্ট ইসরাইলি বাহিনীর চালানো নৃশংস হত্যাকাণ্ড এবং হাসপাতাল ও ত্রাণ সেন্টারে হামলার বিষয়টি উল্লেখ করেন। এরদোগান বলেন, ‘মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টিকে উপেক্ষা করছে ও ইসরাইলকে সহযোগিতা করছে। এক্ষেত্রে তারা সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ইসরাইলের বিরুদ্ধে কে, কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে? এটাই এখন প্রকৃত প্রশ্ন। কিন্তু কেউ এর উত্তর ‍দিচ্ছে না।’ প্রসঙ্গত,  শুরু থেকেই ন্যাটো সদস্য তুরস্ক গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে আঙ্কারা। এছাড়া ইসরাইলকে সমর্থনের জন্য বারংবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে তুরস্ক। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের শাস্তির দাবিও জানিয়েছে দেশটি।   

Leave a comment