Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

বিশ্বে ১০ বিলিয়ন পাসওয়ার্ড হ্যাক!

ইমামা খাতুন

Published: 08 July, 2024, 08:39 PM
বিশ্বে ১০ বিলিয়ন  পাসওয়ার্ড হ্যাক!

ক্যালিফোর্নিয়া ৮ জুলাই: বিশ্বে হ্যাকিং ইতিহাসে সবচেয়ে বেশি পাসওয়ার্ড ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ‘ফোর্বস’ এর রিপোর্ট অনুযায়ী, ‘ওবামা কেয়ার’ নামে এক হ্যাকার চুরি করা প্রায় ৯৯৫ কোটি পাসওয়ার্ডের একটি সংকলন প্রকাশ করেছে। এই পাসওয়ার্ডগুলির মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া পার্সওয়ার্ড থেকে ব্যাঙ্কিং পাসওয়ার্ড। জানা গেছে, এই পাসওয়ার্ড হ্যাকিং রাতারাতি হয়নি। প্রায় এক দশক ধরে একটু একটু করে এই পাসওয়ার্ড হ্যাক করা হয়। হ্যাক করা পাসওয়ার্ডগুলোতে পুরনো ও নতুন সব ধরনের পাসওয়ার্ডই রয়েছে। হ্যাকাররা ব্রুট ফোর্স প্রক্রিয়ায় এই কাজ করেছে। এত বড় সাইবার অপরাধ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এর আগে ২০২১ সালে এমনই পাসওয়ার্ড ফাঁসের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক ঘটনার পর বিশেষজ্ঞরা পাসওয়ার্ড ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছেন। পাসওয়ার্ড একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাল্টে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্কিং অ্যাপের লগইন পিন, আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপের পিন, ডেবিট কার্ডের পিনও নিয়মিত বদলে ফেলার কথা বলা হয়েছে।

Leave a comment