Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

গাজার মসজিদে ইসরাইলি বিমান হামলায় নিহত ২৪

ইমামা খাতুন

Published: 06 October, 2024, 07:16 PM
গাজার মসজিদে ইসরাইলি  বিমান হামলায় নিহত ২৪

গাজা, ৬ অক্টোবর: রক্তক্ষয়ী যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার আগেই গাজার একটি মসজিদে বিমান হামলা চালাল ইসরাইলি বাহিনীএতে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেনআহত বহু মানুষহতাহতের সংখ্যা বাড়তে পারেরবিবার সকালে মধ্য গাজার দেইর-এল-বালাহ এলাকার আল-আকসা মার্টার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেনতবে ইসরাইলি বাহিনী দাবি করেছে, ওই মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করত হামাসযদিও এ দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারাগাজার ওয়াকফ ও ধর্মমন্ত্রক জানিয়েছে, গত এক বছরে ইসরাইলি হামলায় গাজার ৮১৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস এবং আরও ১৪৮টি মসজিদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেমসজিদের পাশাপাশি দখলদার সেনারা তিনটি গির্জা ও ১৯টি গোরস্থান ধ্বংস করেছে বলেও জানা গেছে।  প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়েছিল হামাসএর জেরে গাজায় এখনও ইসরায়েলি হামলা চলছেতাদের হামলায় এ পর্যন্ত অন্তত  ৪১ হাজার ৮২৫  ফিলিস্তিনি নিহত হয়েছে আহত লক্ষাধিকইসরাইলি বোমায় গাজা উপত্যকার ৯০ ভাগেরও বেশি ঘরবাড়ি, স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছেহামলা থেকে রেহাই পায়নি মসজিদ, স্কুল, হাসপাতাল, এমনকি আশ্রয়শিবিরওঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে গাজার ২০ লক্ষেরও বেশি বাসিন্দাযারা জীবিত রয়েছেন, তারা খাদ্য-পানি ও চিকিৎসার অভাবে ভুগছেনগাজায় ইসরাইলের যুদ্ধের এক বছর উপলক্ষে একটি ভিডিয়ো বিবৃতি প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস  সব জিম্মির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন গুতেরেস। গুতেরেস বলেন, ‘জিম্মিদের এখনই মুক্তির সময়, যুদ্ধবিরতির সময়, মধ্যপ্রাচ্যকে গ্রাস করা দুর্ভোগ বন্ধ করার সময়, শান্তি, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের সময়।’

 

 

Leave a comment