Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

ফিলিস্তিন ইস্যু আমার কাছে সবার আগে, সমালচনার মুখে পড়ে পদত্যাগ অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার

ইমামা খাতুন

Published: 05 July, 2024, 07:55 PM
ফিলিস্তিন ইস্যু আমার কাছে সবার আগে, সমালচনার মুখে পড়ে পদত্যাগ অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে পদত্যাগ করলেন অস্ট্রেলীয় সিনেটর ফাতিমা। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সমর্থনে একটি প্রস্তাবে ভোট দেওয়ায় তিনি লেবার পার্টির কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। ২৯ বছর বয়সী এই সিনেটর বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত তাঁর জন্য বেদনাদায়ক বলেও আখ্যায়িত করেছেন তিনি। তবে এদিন পদত্যাগ করে ফাতিমা পেমান জানান, ফিলিস্তিন ইস্যু আমার কাছে সর্বাধিক উপরে। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি কখনোই আপস করতে পারি না। 

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এদিন বলেন, ফাতিমা পেমান কোনও ধরনের চাপের কারণে পদত্যাগ  করেননি । পেমান এখন স্বাধীন সিনেটর হিসেবে ক্রস বেঞ্চে যোগ দেবেন।  

১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান প্রথমবার ক্ষমতা দখলের পর পরিবারসহ অস্ট্রেলিয়া গমন করেন ফাতিমা পেমান। অস্ট্রেলিয়ার প্রথম ও একমাত্র হিজাব পরিহিত কেন্দ্রীয় রাজনীতিবিদ তিনি। 

পদত্যাগের সময় এক সংবাদ সম্মেলনে ফাতেম পেমান বলেন, আমি নিজে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে এখানে শরণার্থী হয়ে এসেছি।  ফিলিস্তিনিদের উপর এই নির্যাতনে চুপ থাকা অন্যায়ের সঙ্গে আপোষ। যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি আওয়াজ তুলবো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। 

 

গাজা সংকট অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে একটি জ্বলন্ত ইস্যু হয়ে উঠেছে। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে। কিন্তু যেকোনও শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি যুক্ত করার একটি প্রস্তাব পাস করতে চান না। পেমান জানিয়েছেন, মঙ্গলবার গ্রিন পার্টির সঙ্গে প্রস্তাবে ভোট দেওয়ার পর থেকে তিনি কয়েকজন সহকর্মীদের কাছ থেকে ‘সমর্থন’ পেয়েছেন । পাশাপাশি ‘হত্যার হুমকি এবং বেশ কিছু ভীতিকর ইমেইল’ ও পেয়েছেন। এই প্রস্তাবে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী আলবানিজ রবিবার পেমানকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বরখাস্ত করেছিলেন। কিন্তু পেমান এক বিবৃতিতে বলেছেন, তাকে লেবার পার্টি ‘নির্বাসিত’ করেছে এবং দলের বৈঠক, গ্রুপ চ্যাট এবং সব কমিটি থেকে বাদ দিয়েছে।

 

Leave a comment