Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

ব্রিটেনে পরাজয়ের মুখে ঋষি সুনাক, সরকার গড়ার পথে স্টারমারের লেবার পার্টি

Kibria Ansary

Published: 05 July, 2024, 02:04 PM
ব্রিটেনে পরাজয়ের মুখে ঋষি সুনাক, সরকার গড়ার পথে স্টারমারের লেবার পার্টি

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনে পরাজয়ের মুখে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এদিকে ব্রিটেনের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি। কেয়ার স্টারমারের লেবার পার্টি ৩২৬ টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে সুনাকের দল মাত্র ৬০টি আসন পেয়েছে। নির্বাচনী ফলাফল বলছে, সবকটি আসনের ফলাফল বের হওয়া কিছুটা সময়ের অপেক্ষা। অবশ্যই তার আগেই স্টারমার লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেছে। প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন স্টারমার।

১৪ বছর পর কনজারভেটিভ পার্টিকে ক্ষমতা থেকে হটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। ব্রিটেনের ৬৫০ সদস্যের নিম্নকক্ষে (হাউস অফ কমন্স) সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৩২৬টি আসন জিততে হবে। ইতিমধ্যে সুনাক তাঁর দলের পরাজয় মেনে নিয়েছেন এবং স্টারমারকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ঋষি সুনক বলেন, ব্রিটিশ জনগণ একটি গুরুতর সিদ্ধান্ত নিয়েছে। এই ফলাফলগুলি থেকে অনেক কিছু শেখার এবং বিবেচনা করার আছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Rishi Sunak in the face of defeat in Britain Starmer's Labor party on the way to form a government

Leave a comment