Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

দলের ভরাডুবির মাঝে নিজ আসনে জয়ী সুনাক

ইমামা খাতুন

Published: 05 July, 2024, 04:17 PM
দলের ভরাডুবির মাঝে নিজ আসনে জয়ী সুনাক

পুবের কলম,ওয়েবডেস্ক: লেবারদের কাছে ধরাশায়ী কনজারভেটিভরা। চূড়ান্ত ফল ঘোষণার আগেই  ক্ষমা চেয়ে নেন ঋষি সুনক। ১৪ বছর পর কনজারভেটিভজের এ হেন ভরাডুবির সম্পূর্ণ দায় স্বীকার করেন তিনি। দল কনজারভেটিভের ভরাডুবির মাঝে নিজ আসন ধরে রাখলেন সুনাক। এবারের নির্বাচনে আসনটি তিনি হারাতে  পারেন বলে পূর্বাভাস পাওয়া গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সুনাক তার আসনে জিতে নিজের মুখ রক্ষা করেছেন। আসনটিতে সুনাক ২৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিপক্ষ লেবার পার্টির প্রার্থী টম উইলসন পেয়েছেন ১০ হাজার ৮৭৪ ভোট। 

ব্রিটেনের নির্বাচনে জয়জয়কার লেবার পার্টির। ৬৫০ আসনের মধ্যে ইতিমধ্যেই ৪১১টি চলে গিয়েছে কিয়ের স্টার্মারের দখলে। ​​​​​​​তার মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরাও। ইতিমধ্যেই অন্তত ১০ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় নিশ্চিত করে ফেলেছেন। সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই অনুমান ওয়াকিফহাল মহলের। এছাড়া বহু বাংলাদেশী বংশোদ্ভূত  বাংলা ভাষী প্রার্থীও রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক।  

Leave a comment