Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

প্রথমবার নির্বাচনে লড়বে ‘এআই প্রার্থী’

ইমামা খাতুন

Published: 21 June, 2024, 07:33 PM
প্রথমবার নির্বাচনে লড়বে ‘এআই প্রার্থী’

লন্ডন, ২১ জুনআগামী জুলাই সাধারণ নির্বাচন ব্রিটেনে সেই নির্বাচনে এবার মানুষের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই)! নির্বাচনে জিতলে বিশ্বের প্রথম এআই সাংসদহবেন একজন রাজনীতিবিদ ব্রিটেনে এবারের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়তে চলা কয়েক প্রার্থীর মধ্যে একজন হলেন স্টিভ এন্ডাকট তার প্রচারণার ধরন অন্যদের চেয়ে ভিন্ন তিনি নির্বাচনী প্রচারের লিফলেটে নিজের মুখচ্ছবির পরিবর্তে ব্যবহার করছেন এআই দিয়ে তৈরি একটি অবতার ৫৯ বছর বয়সী ব্যবসায়ী বলেছেন, ‘আমরা একটি দল গঠন করছি এই নির্বাচনের পরে আমরা সারা দেশে আরও এআই প্রার্থী নিয়োগ করব' এন্ডাকট জানান, প্রথাগত রাজনীতিতে হতাশ হওয়ায় তিনি ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যালট পেপারে তার নাম হবে এআই স্টিভ বিষয়ে দাতব্য কর্মী ইওনা জনস্টন বলেন, ‘কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগের মতো অনেক ক্ষেত্রেই আমরা এআই ব্যবহার করছি তাহলে রাজনীতিতে কেন করব না? এটি আমাদের জীবনযাত্রার ধরন বদলে দিতে পারে

 

Leave a comment