Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

দেউলিয়া হওয়ার পথে আমেরিকা!

ইমামা খাতুন

Published: 06 October, 2024, 02:04 PM
দেউলিয়া হওয়ার  পথে আমেরিকা!

পুবের কলম, ওয়েবডেস্ক: দেউলিয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। দেশটির ক্রমবর্ধমান জাতীয় ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনই বলেছেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক। মাস্কের মতে, মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।


নতুন বছরের শুরুতেই দেশটিতে ২০৪ বিলিয়ন ডলারের নতুন ফেডারেল ঋণ যুক্ত হয়েছে, যা জাতীয় ঋণকে ৩৫ দশমিক ৬৬৯ ট্রিলিয়ন ডলারের রেকর্ড পর্যায়ে পৌঁছে দিয়েছে। ট্রেজারির নগদ ব্যালেন্সও ২৭৫ বিলিয়ন ডলার থেকে কমে ৭২ বিলিয়নে নেমে এসেছে। ব্যাঙ্ক অব আমেরিকার বিশ্লেষকদের মতে, মার্কিন ঋণের বোঝা প্রতিদিন এক ট্রিলিয়ন ডলার করে বাড়ছে। এ হারে চলতে থাকলে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।


মাস্ক আরও বলেন, মার্কিন নাগরিকদের আয়করের একটি বড় অংশ ঋণের সুদ পরিশোধেই চলে যাচ্ছে। তাঁর মতে, ২০২৪ সালের জুন মাসে মার্কিন নাগরিকরা যত আয়কর দিয়েছেন, তার ৭৬ শতাংশই ঋণের সুদ পরিশোধ খাতে ব্যয় করেছে বাইডেন প্রশাসন। মার্কিন অর্থনীতিবিদ পিটার সেন্ট অনজের একটি ভিডিয়ো বিশ্লেষণ শেয়ার করে মাস্ক বলেন,‘মার্কিন নাগরিকদের দেওয়া চার ডলার আয়করের তিন ডলারই ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়ে যাচ্ছে। ওই অর্থ যাচ্ছে মূলত চিন ও ওয়ালস্ট্রিটের ঋণদাতাদের কাছে।’


মাস্ক বলেন, ‘মনে হচ্ছে, প্রত্যেকে দেশটিকে কবরস্থানের দিকে ঠেলে দিতে চাইছে।’ উল্লেখ্য, মার্কিন অর্থনীতি নিয়ে মাস্কের এ ধরনের সতর্কবার্তা প্রথম নয়।

 


 

 


Leave a comment