Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ বলায় বরখাস্ত মুসলিম নার্স

Puber Kalom

Puber Kalom

Published: 02 June, 2024, 01:41 PM
ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ বলায় বরখাস্ত মুসলিম নার্স

পুবের কলম,ওয়েবডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ বলায় বরখাস্ত হতে হল একজন মুসলিম নার্সকে। আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের নার্স হেসেন জাবর এ মাসের শুরুতে একটি পুরস্কার গ্রহণ করার সময় গাজায় আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিলেন। সে কারণেই চাকরি খুইয়েছেন তিনি। ফিলিস্তিনি আমেরিকান নাগরিক হেসেন জাবর একজন স্ত্রীরোগ বিষয়ক নার্স। তিনি ইনস্টাগ্রামে জানান, সন্তান হারানো শোকার্ত মায়েদের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার গ্রহণ করতে গিয়ে এক অনুষ্ঠানে ক্তৃতা দিয়েছিলেন তিনি। হেসেন জাবর বলেন, ‘পুরস্কার পাওয়ার পর ২২ মে আমার প্রথম শিফটে ফিরে আসি। আমি ইউনিটে যাওয়ার পরেই আমাকে ল্যাঙ্গোনের নার্সিংয়ের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটি তাৎক্ষণিক বৈঠকে ডেকে নেওয়া হয়। সেখানে প্রশ্ন করা হয় আমি কীভাবে অন্যদের ঝুঁকির মধ্যে ফেললাম, কীভাবে অনুষ্ঠানটি নষ্ট করলাম এবং কীভাবে মানুষকে আঘাত করলাম। কারণ, আমার বক্তৃতার একটি ছোট অংশে আমার দেশের শোকার্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম।’ হেসেন জাবর বলেন, ‘প্রায় পুরো শিফটে কাজ করার পর আমাকে আবারও ডেকে পাঠানো হয় অফিসে। সেখানে এইচআর অস্টিন বেন্ডার আমাকে আমার বরখাস্তের চিঠি পড়ে শোনান এবং একজন পুলিশ অফিসার আমাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান।’ হেসেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘গাজায় চলমান গণহত্যায় আমার দেশের নারীরা কী অকল্পনীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে তা দেখে আমার কষ্ট হয়।’

 

Leave a comment