Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

রাশিয়া ও চিনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম্প!

Puber Kalom

Puber Kalom

Published: 31 May, 2024, 08:01 PM
রাশিয়া ও চিনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম্প!

ওয়াশিংটন, ৩০ মে: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যদি রাশিয়া-ইউক্রেন সংঘাত লাগতো এবং চিন তাইওয়ানকে হামলার হুঁশিয়ারি দিত তাহলে তিনি রাশিয়া-চিনকে বোমা মেরে উড়িয়ে দিতেন। এমনই হুমকি ডোনাল্ড ট্রাম্পের।

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় বলেন, তিনি মস্কো এবং বেজিংকে বোমাবর্ষণ করতেন যদি দেশ দুটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করতো।

জেমস গিলমোর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চলতি মাসের শুরুতে তাইওয়ানে সাংবাদিকদের জানায়, ট্রাম্প কোনো বিচ্ছিন্নতাবাদী নন। তিনি কেবল মিত্রদের নিজেদের প্রতিরক্ষার উপর আরও জোর দেওয়ার চেষ্টা করছেন।

 

জেমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকেই সমর্থন করবেন। গত বছর ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় আসলে একদিনেরও কম সময়ের মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধটি ‘মীমাংসা’ করবেন।

 

Leave a comment