Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নাকচ স্প্যানিশ সংসদে

ইমামা খাতুন

Published: 28 June, 2024, 08:19 PM
কসোভোকে স্বীকৃতি দেওয়ার  প্রস্তাব নাকচ স্প্যানিশ সংসদে

 

 

 

মাদ্রিদ, ২৮ জুন: বৃহস্পতিবার স্পেনের সংসদ বলকান রাষ্ট্র কসোভোকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব নাকচ করে দিয়েছে প্রস্তাবটি ২৯৩-২৫ ভোটে বিপুল ভোটে নাকচ করা হয় এছাড়াও ২৭ জন সাংসদ ভোটদানে বিরত থাকেন কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টসের পক্ষ থেকে সংসদে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে জুন্টসের সংসদ সদস্য এডুয়ার্ড পুজোল বলেন, ‘কসোভো আইনের শাসন প্রতিষ্ঠিত একটি স্বাধীন রাষ্ট্র আন্তর্জাতিক বিচার আদালতও তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেউল্লেখ্য, ২০০৮ সালে সার্বিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে কসোভো ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত পাঁচটি দেশ তথা স্পেন, গ্রিস, রোমানিয়া, স্লোভাকিয়া এবং সাইপ্রাস এখনও কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি তবে ইইউ এই দেশগুলো কসোভোর নাগরিকদের ভ্রমণ নথিপত্রকে স্বীকৃতি দেয় অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ইচ্ছুক সার্বিয়া কখনই কসোভোর স্বাধীনতাকে স্বীকার করেনি দেশটি এখনও কসোভোকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে সর্বশেষ দেশ হিসেবে কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে ইসরাইল

 

 

Leave a comment